এক্সপ্লোর
Advertisement
ডিপ্রেশন পুরোপুরি কাটাতে পেরেছি এমন নয়: দীপিকা পাড়ুকোন
মুম্বই: দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগেছেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানান দীপিকা পাড়ুকোন। যাঁরা এই মনরোগে ভোগেন তাঁদের সাহায্যে তিনি তৈরি করেছেন দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন।
কেরিয়ারে চূড়ান্ত সফল দীপিকা। নামী মডেল ছিলেন, বলিউডে এক নম্বর অভিনেত্রী, হলিউডেও শক্ত হচ্ছে পায়ের তলার মাটি। কিন্তু ডিপ্রেশন এখনও ছাড়েনি তাঁকে।
প্রকাশ পাড়ুকোনের মেয়ে অল্পদিন আগে বলেছেন, তিনি মনে করেন না, ডিপ্রেশন পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন। মনের ভেতরে সব সময় ভয় কাজ করে, যদি আবার তা ফিরে আসে! ডিপ্রেশনের কথা খোলাখুলি বলায় কোনও চরিত্র হাতছাড়া হয়েছে কি। দীপিকা নিশ্চিত নন, তবে বলেছেন, হতেও পারে, এ জন্য কোনও প্রযোজক তাঁর সঙ্গে যোগাযোগ করা থেকে পিছিয়ে এসেছেন।
দীপিকার বিশ্বাস, ডিপ্রেশন ও অন্যান্য মনরোগ সংক্রান্ত ভুল ধারণা কাটানোর উপায় একটাই- স্কুলে এ নিয়ে পড়াশোনা করানো। স্কুলে শারীরশিক্ষার ক্লাস হয়, তিনিও এ ব্যাপারে ক্লাস করেছেন স্কুলে। কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু পড়ানো হয় না। কারণ তা সিলেবাসে নেই। অথচ এ নিয়ে পড়ানো হলে এ ব্যাপারে সামাজিক শুচিবাই কেটে যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement