(Source: ECI/ABP News/ABP Majha)
চাঁই পড়ে ভাঙল গাড়ির ছাদ, রেগে আগুন মৌনি দুষলেন মুম্বই মেট্রোকে
মেট্রো কর্তৃপক্ষের ওপর রুষ্ট অভিনেত্রী।
মুম্বই: ২৪ ঘণ্টাও কাটেনি, মুম্বই মেট্রোর ভূয়সী প্রশংসা করে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। এরই মধ্যে ‘দায়িত্বজ্ঞানহীনতার’ অভিযোগ উঠল মুম্বই মেট্রো কনস্ট্রাকশনের বিরুদ্ধে। বুধবার জুহুর পিভিআর সিনেমায় নিজের আগামী ছবি ‘মেড ইন চায়না’-র ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে যাচ্ছিলেন মৌনি রায়। যাওয়ার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। মৌনির গাড়ির ওপর মেট্রোর নির্মাণ সামগ্রী ভেঙে পড়ে। ভেঙে যায় গাড়ির ছাদ। আর এতেই মেট্রো কর্তৃপক্ষের ওপর রুষ্ট হন অভিনেত্রী।
অমিতাভ বচ্চনের ট্যুইট:
T 3290 - Friend of mine had a medical emergency, decided to take METRO instead of his car .. came back very impressed .. said was faster, convenient and most efficient .. ???? Solution for Pollution .. Grow more trees .. I did in my garden .. have you ❤️
— Amitabh Bachchan (@SrBachchan) September 17, 2019
মৌনি রায়ের ট্যুইট:
Was on my way to work at Juhu signal a huge rock falls on the car 11 floors up. cant help but think what if anybody was crossing the road. Any suggestions as to what to be done with such irresponsibility of the mumbai metro ? pic.twitter.com/UsKF022lpl
— Mouni Roy (@Roymouni) September 18, 2019
গাড়ির ভাঙা ছাদের একটি ভিডিও তিনি ট্যুইটারে পোস্ট করেন এবং লেখেন, “নিজের গন্তব্যে যাওয়ার পথে জুহু সিগনালের কাছে ১১ তলা ওপর থেকে একটি চাঁই আমার গাড়ির ওপর ভেঙে পড়ে। যদি কোনও পথযাত্রী সেই রাস্তা দিয়ে যেতেন, তাহলে কী হত জানি না। কেউ বলতে পারেন মুম্বই মেট্রো কর্তৃপক্ষের এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য কী করণীয়?”
প্রসঙ্গত মেট্রো প্রকল্পের জন্য মুম্বইয়ের শহরতলিতে আড়াই হাজারের ওপরে গাছ কাটা হয়েছে। যার কড়া নিন্দা করেছেন পরিবেশপ্রেমীরা। সরব হয়েছেন শ্রদ্ধা কপূর, দিয়া মির্জা, রণদীপ হুডা, এশা গুপ্তার মতো বলিউড তারকারা।