Ranbir-Alia: ব্যস্ততা সরিয়ে ম্যাচ দেখতে হাজির রণালিয়া, গলা ফাটালেন মুম্বইয়ের হয়ে
Alia Bhatt and Ranbir Kapoor: রণবীর কপূরের ফ্যানপেজ থেকেও পোস্ট হয়েছে একাধিক ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়ার সঙ্গে ম্যাচ প্রসঙ্গে আলোচনা করছেন অভিনেতা। তাঁদের দেখে অনেকেই বলছেন 'কাপল গোলস'।
![Ranbir-Alia: ব্যস্ততা সরিয়ে ম্যাচ দেখতে হাজির রণালিয়া, গলা ফাটালেন মুম্বইয়ের হয়ে Celebrity Couple Alia Bhatt, Ranbir Kapoor Take a Short Break From Parenting Duties to Support Mumbai City FC Ranbir-Alia: ব্যস্ততা সরিয়ে ম্যাচ দেখতে হাজির রণালিয়া, গলা ফাটালেন মুম্বইয়ের হয়ে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/09/34d119dbbe6b37402501dc6f93ce40001673260899376229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: মাত্র কয়েক মাস হল পরিবারে এসেছে খুদে সদস্য। বাবা ও মা হয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। তবে আপাতত অভিভাবকত্বের ডিউটি থেকে খানিক ছুটি নিয়েছেন তাঁরা। রবিবার তাঁদের দেখা গেল 'ইন্ডিয়ান সুপার লিগ'-এর (Indian Super League) দর্শকাসনে।
গ্যালারি রণালিয়া, গলা ফাটালেন 'মুম্বই সিটি এফসি'-র হয়ে
রবিবার মুম্বইয়ে 'ইন্ডিয়ান সুপার লিগ'-এর মুম্বই সিটি এফসি (Mumbai City FC) বনাম কেরল ব্লাস্টার্সের ম্যাচ ছিল। নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে সেই ম্যাচ দেখতে হাজির হলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। দর্শকাসনে হাতে হাত রেখে ক্যামেরাবন্দি হলেন দুই তারকা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন তাঁদের ছবি। প্রসঙ্গত, মুম্বইয়ের দলের অন্যতম মালিক রণবীর কপূর।
রণবীর কপূরের ফ্যানপেজ থেকেও পোস্ট হয়েছে একাধিক ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়ার সঙ্গে ম্যাচ প্রসঙ্গে আলোচনা করছেন অভিনেতা। তাঁদের দেখে অনেকেই বলছেন 'কাপল গোলস'। এদিনের ম্যাচে জিতে যায় মুম্বই সিটি এফসি। টিমের প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে দেখা করে তাঁদের শুভেচ্ছা জানান তারকা দম্পতি।
ফুটবলের প্রতি রণবীর কপূরের ভালবাসা অনেকেরই জানা। এমনকী সেই ফুটবলের আবহ বজায় রেখেই নিজেদের সন্তানের নামও ঘোষণা করেন তাঁরা। রাহার জন্মের দিন কয়েক পর আলিয়া ভট্ট তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁদের কোলে খুদেকে দেখা যায়। কিন্তু ছবির সম্পূর্ণ ফোকাস ছিল দেওয়ালে বাঁধানো বার্সেলোনা জার্সির ফ্রেমের ওপর। তাতেই রাহার নাম ছাপানো ছিল।
সেই ছবি এফসি বার্সেলোনার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলেও পোস্ট করা হয়। লেখা হয়, 'নতুন বার্সা ফ্যানের জন্ম হয়েছে। তোমার সঙ্গে বার্সেলোনায় দেখা করার জন্য উদগ্রীব আমরা।' প্রসঙ্গত, ৬ নভেম্বর, ২০২২ সালে মেয়ের জন্ম দেন আলিয়া ভট্ট। ১৪ এপ্রিল বিয়ে সারেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। জুন মাসে ঘোষণা করেন নতুন অতিথির আগমনের কথা।
প্রসঙ্গত, দুই তারকাই এখন তাঁদের আগামী ছবি নিয়ে ব্যস্ত। আলিয়া ভট্টকে রণবীর সিংহের বিপরীতে কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দেখা যাবে। সেই ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র ও জয়া বচ্চনও। অন্যদিকে রণবীর কপূরকে দেখা যাবে লভ রঞ্জনের রোম্যান্টিক ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিতে শ্রদ্ধা কপূরের বিপরীতে। এছাড়া রণবীরের ঝুলিতে রয়েছে রশ্মিকা মান্দান্নার বিপরীতে 'অ্যানিমল' ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)