Asopa Charu: অনলাইনে পোশাক বিক্রি করছেন, মুম্বই ছেড়েছেন, আর কখনও অভিনয় করবেন না অসোপা চারু?
Charu Asopa News: অভিনেত্রী জানিয়েছেন, মুম্বই থেকে যদি আবার মনের মতো কোনও অফার পান, তাহলে অবশ্যই তিনি সেখানে ফিরে যাবেন। আবার যোগ দেবেন অভিনয়ে।

কলকাতা: মায়ানগরী ছেড়ে তিনি পাড়ি দিয়েছেন বিকানেরে। একরত্তি মেয়েকে নিয়ে এখন তাঁর নতুন জীবন। শুধু নতুন জীবন নয়, নতুন জীবিকাও। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়ে গিয়েছে অসোপা চারু (Asopa Charu)-র একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, অনলাইনে পোশাক বিক্রি করছেন তিনি। আর সেই থেকেই প্রশ্ন উঠেছে, তবে কি অভিনয়কে পাকাপাকি ভাবেই বিদায় জানালেন চারু? মেয়ে জিয়ানাকে নিয়ে এখন থেকে তিনি বাবা মায়ের কাছেই কি থেকে যাবেন? আর কি ফিরবেন না মুম্বইতে? জল্পনার পাশাপাশি, চূড়ান্ত ট্রোলিংও শুরু হয়েছে সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রাক্তন ভ্রাতৃবধূকে নিয়ে। আর এবার, এি সমস্ত বিষয় নিয়ে মুখ খুললেন চারু।
চারু জানিয়েছিলেন, মেয়েকে নিয়ে একা খরচ চালাতে পারছেন না বলেই তিনি বিকানেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও, যখন চারু শ্যুটিং করতে যান, তখন একরত্তি জিয়ানাকে ন্যানির কাছে ছেড়ে যেতে হয়। সেটা চারুর একেবারেই ভাল লাগে না। তবে যাওয়ার আগে জিয়ানার বাবা রাজীবকে সেই কথা জানিয়েওছেন চারু। কেন তিনি বিকানেরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই কথা বিস্তারিত লিখেছেন। সেই সঙ্গে লিখেছেন, রাজীব যখন খুশি জিয়ানার সঙ্গে দেখা করতে আসতে পারে। এতে চারুর কোনও আপত্তি নেই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চারুর অনলাইনে পোশাক বিক্রির ভিডিও, নতুন জায়গায় গিয়ে চারু কি বেছে নিয়েছেন নতুন পেশা? তিনি কি অভিনয়কে বিদায় বলেছেন? এখন সেই জল্পনাই চারিদিকে। সেই জল্পনা থামাতেই এবার মুখ খুললেন চারু।
অভিনেত্রী জানিয়েছেন, মুম্বই থেকে যদি আবার মনের মতো কোনও অফার পান, তাহলে অবশ্যই তিনি সেখানে ফিরে যাবেন। আবার যোগ দেবেন অভিনয়ে। তিনি অভিনেত্রী ও অভিনয় করতেই তিনি ভালবাসেন। তবে যেহেতু এই মুহূর্তে তিনি কোনও ধারাবাহিকে কাজ করছেন না, সেই জন্য এখন মুম্বইতে শুধু শুধু বসে থাকার কোনও অর্থ নেই। মুম্বইতে থাকা খাওয়ার খরচ অনেক বেশি। সেই কারণেই চারু বিকানেরে গিয়েছেন।মা হওয়ার পরে, চারুর কাছে এখন গুরুত্বপূর্ণ জিয়ানা। যেহেতু চারু জিয়ানার সঙ্গেই থাকছিলেন মুম্বইতে, সেই কারণে তিনি তাঁর বাবা মায়ের কাছে ফিরে এসেছেন। যাতে জিয়ানা একটু বাড়ির বড়দের সঙ্গে পায়, একটু আদরে থাকতে পারে।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই চারুকে দেখে বলেছিলেন, তিনি অর্থকষ্টে ভুগছেন। সেই জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে চারু জানিয়েছেন, জিয়ানার কারণেই তিনি বিকানেরে এসেছেন। অর্থকষ্টে ভুগছেন না তিনি।






















