'Chhaava' Teaser Out: প্রকাশ্যে 'ছাওয়া' টিজার, যোদ্ধার বেশে ভিকি কৌশলকে চেনাই দায়!
Vicky Kaushal Movie: এবার পর্দায় ভারতীয় যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল। ছবির নাম 'ছাওয়া'। যে ছবির টিজার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।
!['Chhaava' Teaser Out: প্রকাশ্যে 'ছাওয়া' টিজার, যোদ্ধার বেশে ভিকি কৌশলকে চেনাই দায়! Chhaava teaser Vicky Kaushal Rashmika Mandanna starrer movie teaser out now entertainment news 'Chhaava' Teaser Out: প্রকাশ্যে 'ছাওয়া' টিজার, যোদ্ধার বেশে ভিকি কৌশলকে চেনাই দায়!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/19/993f96cd8576655653db0b8c576f14d31724085374267229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অপেক্ষার অবসান। ভিকি কৌশল (Vicky Kaushal) ও রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) অভিনীত 'ছাওয়া' ('Chhaava' Teaser Out) ছবির টিজার এল প্রকাশ্যে। আজ রাখিবন্ধনের দিনই প্রকাশ করা হল টিজার, যা দেখে ভিকিকে রীতিমতো চেনাই দায়।
প্রকাশ্যে ভিকি কৌশলের 'ছাওয়া' টিজার
এবার পর্দায় ভারতীয় যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল। ছবির নাম 'ছাওয়া'। যে ছবির টিজার ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়। অনেকেরই মতে টিজারে ভিকি কৌশলকে চেনাই যাচ্ছে না। গায়ে কাঁটা দেওয়া টিজার, মত অনুরাগীদের।
টিজারে দেখা যাচ্ছে ভিকি ঘোড়ার পিঠে চড়েছেন, যোদ্ধাদের পোশাকে। তাঁকে একা হাতে শত্রুদের সমুদ্রকে প্রতিহত করতেও দেখা যাচ্ছে, লড়াই করতে দেখা যাচ্ছে। নেপথ্যে এক শক্তিশালী কণ্ঠ। ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, 'ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয়, এবং বাঘের সন্তানকে ছাওয়া।' ঐতিহাসিক ড্রামা ঘরানার এই ছবির পরিচালক লক্ষ্মণ উতেকর।
View this post on Instagram
২০২৪ সালের মে মাসে এই ছবির শ্যুটিং শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে কৃতজ্ঞতা জানান তিনি। ভিকি লিখেছিলেন, ''ছাওয়া'র শ্যুটিংয়ের অত্যন্ত আবেগপ্রবণ, নাটকীয় সফর খানিক নাটক ছাড়া শেষ হতে পারত না। বৃষ্টির দেবতা আজ রীতিমতো অনুষ্ঠান করেন, ফাইনাল শট শেষ করার ঠিক পরেই।' শ্যুটিং শেষ করার আগেই রশ্মিকা মান্দানাও গোটা টিমের হয়ে গলা ফাটিয়ে পোস্ট করেন।
দীনেশ ভিজানের 'ম্যাডক ফিল্মস'-এর প্রযোজনায় এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৬ ডিসেম্বর। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরী প্রমুখ একাধিক তারকারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)