Christmas 2021: বড়দিনে 'মিস্টার সান্তা বচ্চন' রূপে হাজির বিগ বি, দিলেন বিশেষ ভিডিও
বড়দিন শুরু হওয়ার আগেই একপ্রস্থ শুভেচ্ছা আগেই জানিয়েথিলেন অমিতাভ বচ্চন। সান্তাক্লজের পোশাকে সেজে ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'শান্তি, সমন্বয়, সুরক্ষা এবং ভালোবাসা।'
মুম্বই: যেকোনও কিছুতেই অভিনবত্ব পছন্দ বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। শুভেচ্ছা জানানো থেকে ছবির ঘোষণা, সমস্ত কিছুতেই নতুনত্বের ছাপ রেখে যেতে পছন্দ করেন। তাই তাঁর সমস্ত সোশ্যাল মিডিয়া পোস্টেই ফুটে ওঠে ক্রিয়েটিভিটি। এবার একেবারেই নিজস্ব এবং অভিনব কায়দায় অনুরাগীদের বড়দিনের (Merry Christmas) শুভেচ্ছা জানালেন বিগ বি (Big B)।
বড়দিন শুরু হওয়ার আগেই একপ্রস্থ শুভেচ্ছা আগেই জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। সান্তাক্লজের পোশাকে সেজে ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, 'শান্তি, সমন্বয়, সুরক্ষা এবং ভালোবাসা।' তবে, এবার নতুন ভিডিও পোস্ট করে নেট দুনিয়ায় চমক দিয়েছেন তিনি। সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর অত্যন্ত জনপ্রিয় ছবি 'কভি খুশি কভি গম'-এর জনপ্রিয় গানের দৃশ্য ফুটে উঠেছে। কিন্তু ভিডিওতে গানের কথা বদলে গিয়েছে। সেখানে বেজে উঠেছে ক্রিসমাস ডে-র জিঙ্গল বেলস গানটি। বড়দিনের শুভেচ্ছা জানানোর ভিডিও শেয়ার করে নিজেকে 'মিস্টার সান্তা বচ্চন' (Mr. Santa Bachchan) হিসেবে পরিচয় দিয়েছেন। সঙ্গে রয়েছে 'জিঙ্গল বেলস ম্যাসআপও'।
আরও পড়ুন - Christmas 2021: বড়দিনে ক্যাটরিনার সঙ্গে বিশেষ ছবি পোস্ট ভিকি কৌশলের
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন অমিতাভ বচ্চন। নিজের নানা কর্মকাণ্ডের ছবি ও ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukherjee) 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টও (Alia Bhatt)। 'ব্রহ্মাস্ত্র' ছবিটির মোশন পোস্টারও নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা। এছাড়াও 'বব বিশ্বাস'-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর ছেলে অভিষেক বচ্চনের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় বিগ বি-কে। বড়দিনে অভিনেতার জিঙ্গল বেলস নিয়ে এমন ক্রিয়েটিভিটি দেখে আপ্লুত অনুরাগীরা।
আরও পড়ুন - Christmas 2021: কিরণ কিংবা আজাদের সঙ্গে নয়, তাহলে কার সঙ্গে বড়দিন কাটাচ্ছেন আমির খান?