Koffee with karan 7: কী ধরণের প্রশ্ন এটা ? নিশানা করতে পাল্টা আমিরের তোপে কর্ণ
Aamir in Koffee With Karan 7 : কফি উইথ কর্ণ-এ এসে -র পরিচালকেই পাল্টা তোপ দাগলেন আমির খান।
মুম্বইঃ কফি উইথ কর্ণ-এ (Koffee With Karan 7), এসে পরিচালকেই পাল্টা তোপ দাগলেন আমির খান (Aamir Khan)। প্রসঙ্গত, মাত্র আর কয়েকদিনের মাঝেই প্রকাশ পেতে চলেছে আমিরের 'লাল সিং চাড্ডা।' আর তাই সঙ্গে রয়েছেন করিনাও (Kareena Kapoor)। কফি উইথ কর্ণ ৭-এ শোয়ের একটি প্রোমোও শেয়ার করেছেন কর্ণ জোহর (Karan Johar)। তবে বরাবরের মতো নিজেই নিশানা করতে গিয়ে, এবার পাল্টা আমিরের তোপে পড়েছেন কর্ণ।
করিনা কাপুরকে 'সেক্স লাইফ' নিয়ে প্রশ্ন করেন করণ
কফি উইথ কর্ণ-এ-শোয়ে সরাসরি মিস্টার পারফেকশনিস্ট জিজ্ঞেস করেই ফেলেছেন, কী ধরণের প্রশ্ন করছেন এটা ? মূলত সামনেই 'লাল সিং চাড্ডা'-র রিলিজ।আর তার আগেই কর্ণ-র শোয়ে হাজির আমির-করিনা। বেশ ঝলমলেই দেখায় করিনাকে। আঙুলে নানা রঙের নেলপালিশ। দুষ্টু হাসিতে বরাবরের মতোই তাঁকিয়ে আমির খান। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু বরাবরের মতো সবার গোপন খবর এনে হাটে হাড়ি ভাঙা এই শোয়ের ট্রেন্ড। তবে বাদ যান কীকরে লাল সিং চাড্ডা-র এই স্পেশাল গেস্ট। শোয়ে করিনা কপূরকে সরাসরি, তাঁর 'সেক্স লাইফ' নিয়ে প্রশ্ন করেন কর্ণ। আর এরপরেই ঘটনা মোড় নেয়।
এই শোয়ে যারাই এসেছে, কেউ না কেউ অপমানিত হয়েছেঃ আমির
আরও পড়ুন, 'বয়কট লাল সিং চাড্ডা'-র মাঝেই আমিরের 'তেরে হাওয়ালে'-র টিজার রিলিজ
মূলত, সন্তানের জন্ম দেওয়ার পর কোয়ালিটি সেক্স লাইফ মেইনটেইন করার ফান্ডা জানতে চেয়েছিলেন কর্ণ জোহর। এমন ধারা প্রশ্ন শুনে সোজা কর্ণ-কেই পাল্টা প্রশ্ন ছুড়ে দেন আমির। এই শো দেখে তার মা কিছু বলেন কিনা জিজ্ঞাসা করেন তিনি। এরপরে আমির আরও বলেন, এই শোয়ে যারাই এসেছে, কেউ না কেউ অপমানিত হয়েছে, প্রশ্নের খোঁচায় চোখের জল ফেলেছে বলে তোপ দাগেন তিনি।
A duo you Khan-not miss!😉
— Karan Johar (@karanjohar) August 2, 2022
On the Koffee couch this episode, are two epic Khans and it cannot get more savage than this!#HotstarSpecials #KoffeeWithKaranS7 episode 5 streams this Thursday at 12am only on Disney+ Hotstar. pic.twitter.com/Eq6dKRh0Ab