Laal Singh Chaddha: 'বয়কট লাল সিং চাড্ডা'-র মাঝেই আমিরের 'তেরে হাওয়ালে'-র টিজার রিলিজ
Aamir Khan Laal Singh Chaddha: আমিরের 'লাল সিং চাড্ডা' বয়কট করার ট্রেন্ডিং ইস্যুর মাঝেই 'তেরে হাওয়ালে' গানের টিজার রিলিজ। ইতিমধ্যেই শুরু ছবির মুক্তিরও কাউন্ট ডাউন শুরু।
মুম্বইঃ আমিরের (Aamir Khan) 'লাল সিং চাড্ডা' (Laal Singh Chaddha) বয়কট করার ট্রেন্ডিং ইস্যুর মাঝেই 'তেরে হাওয়ালে' গানের টিজার রিলিজ। বলার অপেক্ষা রাখে জিয়াগঞ্জের নবাব এই গানে জান ঢেলেছেন। আজ্ঞে হ্যাঁ, প্রীতমের সুরে গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাবে ৪ অগাস্ট। ইতিমধ্যেই শুরু কাউন্ট ডাউন।
#TereHawaale, a song that resonates the feeling of pure love, out on 4th August!#LaalSinghChaddha #AamirKhan #KareenaKapoorKhan #MonaSingh @chay_akkineni @manavvij786 @atul_kulkarni #AdvaitChandan #KiranRao pic.twitter.com/sNhQ5bCPek
— Aamir Khan Productions (@AKPPL_Official) August 2, 2022
জিয়াগঞ্জের নবাব এই গানে জান ঢেলেছেন
সাল ১৯৯৪। প্রায় ২৮ বছর পর, পাশ্চাত্যের ছবি 'ফরেস্ট গাম্প-'র অফিশিয়াল রিমেকেই ফের বাজিমাতি করতে চলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন, আমির খান, করিনা কাপুর, মোনা সিং। এই ছবির প্রযোজনায় আমির খান প্রোডাকশনস হাউজ, প্যারামাউন্ট পিকচার এবং ভায়াকম ১৮ স্টুডিও। এই ঠবির অধিকাংশ গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। টিজার থেকে ট্রেলর প্রতিটা মুক্তির সময়েই ভক্তরা তাঁকিয়ে রয়েছে। ইতিমধ্যেই একের পর এক গান হিট এই ছবিতে। শুধু আচমকাই সুর কেটেছে আমিরের লাল সিং চাড্ডা বয়কট করার ট্রেন্ডিং ইস্যু।
আচমকাই সুর কেটেছে আমিরের লাল সিং চাড্ডা বয়কট করার ট্রেন্ডিং ইস্যু
আরও পড়ুন,মেলবোর্নে মন জয় আলিয়ার 'গাঙ্গুবাই'-সুরিয়ার জয় ভীম, মনোনীত ছবি আরও কারা ?
গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে , 'বয়কট লাল সিং চাড্ডা।' সোশ্যালে এখন এটাই অন্যতম ভাইরাল হওয়া ট্রেন্ড। যদিও এনিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন আমির খান। তিনি বলেছেন যে, অনেক লোক তাঁরা দৃঢ়ভাবে বিশ্বাশ রাখেন এই যে, আমির খান, ভারতকে ভালোবাসেন না। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ভূল তথ্য। সত্যি নয়। তিনি এই কথায় খুবই আঘাত পান। এটি যে খুবই দুভার্গ্যজনক, তিনি তাও উল্লেখ করেছেন। তিনি তাই দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, 'লাল সিং চাড্ডা' তার এই ছবিটি যেন কেউ বয়কট না করে। তিনি যে এই ট্রেন্ডিং নিয়ে মনঃকষ্ট পেয়েছেন, তাও তিনি জানিয়েছেন।