KBC 17 Special: কেউ বড় হয়েছেন যুদ্ধের গল্প শুনে, কারও কাছে কঠিন রুটি তৈরি! ভারতের ৩ বীরাঙ্গনার অজানা গল্প শুনলেন অমিতাভ
Colonel Sofiya Qureshi and Wing Commander Vyomika Singh: এদিন অনুষ্ঠানে এসে কর্নেল সোফিয়া কুরেশি জানান, তিনি সৈনিক পরিবারেই বড় হয়ে উঠেছেন । তাঁর বাড়ির সবাই ছিলেন সৈনিক

কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর 'কোন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati)-তে অতিথি ভারতের ৩ বীরাঙ্গনা । কর্নেল সোফিয়া কুরেশি (Colonel Sofiya Qureshi), উইঙ্গ কমান্ডার ভ্যোমিকা সিং (Wing Commander Vyomika Singh) ও কমান্ডার প্রেরণা দেওস্থালী (Commander Prerna Deosthalee) । 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) থেকে শুরু করে নিজেদের ট্রেনিংয়ের গল্প । পরিবার থেকে শুরু করে কীভাবে তাঁরা হয়ে উঠলেন ভারতীয় সেনার দায়িত্বপ্রাপ্ত অফিসার, সেই কথাই শোনালেন কর্নেল সোফিয়া কুরেশি, উইঙ্গ কমান্ডার ভ্যোমিকা সিং ও কমান্ডার প্রেরণা দেওস্থালী ।
এদিন অনুষ্ঠানে এসে কর্নেল সোফিয়া কুরেশি জানান, তিনি সৈনিক পরিবারেই বড় হয়ে উঠেছেন । তাঁর বাড়ির সবাই ছিলেন সৈনিক । তাঁর প্রপিতামহী ছিলেন রানি লক্ষ্মীবাঈদের বাহিনীতে । বীর যোদ্ধাদের মতো লড়াই করেছেন ইংরেজদের সঙ্গে । সোফিয়া কুরেশি বলেন, 'আমি ঘুমপাড়ানি গান শুনে বড় হইনি । আমি ছোট থেকেই বীরত্বের গল্প শুনেছি । আমি অনুভব করেছি, সাহস আসলে কী? আমাদের প্রত্যেককে একইভাবে ট্রেনিং দেওয়া হয় । অফিসার থেকে শুরু করে সাধারণ সৈনিক, প্রত্যেককেই একইভাবে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় । সেই কারণেই আমাদের মধ্যে একটা সহজাত ক্ষমতা তৈরি হয়ে যায় ।'
এদিন অনুষ্ঠানে এসে উইঙ্গ কমান্ডার ভ্যোমিকা সিং বলেন, 'একটা এয়ারক্রাফ্ট জানে না সেটাকে কে চালাচ্ছেন.. পুরুষ না মহিলা । আমরা আসলে একেবারে ছোট থেকেই বড় হয়েছি যে, আমাদের মেয়েদের আমরা রুটি তৈরি করতেই শেখাব । মেয়েরাও এটা মেনে নিয়ে বড় হয়ে ওঠে যে রুটি তৈরি করাই আমাদের কাজ । রুটি তৈরি করা আর বাইক চালানোর মধ্যে আমার তো রুটি তৈরি করাটাকেই কঠিন কাজ বলে মনে হয় ।' কমান্ডার প্রেরণা দেওস্থালী এদিন বলেন, 'আমায় আমার সংস্থা বিশ্বাস করে । আমার সংস্থা বিশ্বাস করে, এই মেয়েটা ভাল কাজ করবে কারণ আমরা ওকে ট্রেনিংটা ভাল দিয়েছি । আমায় দেখে হয়তো আরও অনেক অনেক মহিলারা অনুপ্রাণিত হবেন আমাদের ফোর্সে যোগ দেওয়ার জন্য ।'
এদিনের অনুষ্ঠানে 'অপারেশন সিঁদুর' কেন গুরুত্বপূর্ণ তা নিয়েও কথা বলেন কর্নেল সোফিয়া কুরেশি । গোটা বিষয়টাই শোনেন অমিতাভ বচ্চন । সাধুবাদ দেন ভারতীয় সেনাবাহিনীর এই ৩ বীরাঙ্গনা-কে ।






















