এক্সপ্লোর
Advertisement
কমেডিয়ান সিদ্ধার্থ সাগরের মা ও তাঁর বয়ফ্রেন্ড উত্যক্ত করতেন তাঁকে, অভিযোগ ঘনিষ্ঠ বন্ধুর
মুম্বই: ঘোরতর পারিবারিক সমস্যায় ভুগছিলেন দ্য কপিল শর্মা শো-এর কমেডিয়ান ‘সেলফি মওসি’ সিদ্ধার্থ সাগর। তাঁর নিখোঁজ হওয়ার খবর দেন যিনি সেই সোমি সাক্সেনা অভিযোগ করেছেন, সিদ্ধার্থের মা বয়ফ্রেন্ডের সঙ্গে হাত মিলিয়ে উত্যক্ত করতেন তাঁকে।
ফেসবুকে সোমি পোস্ট করে বলেন, নভেম্বরে শেষ দেখা গিয়েছে সিদ্ধার্থকে, তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছে না। কিন্তু ওই পোস্ট তিনি ডিলিট করে দেন। পরে সোমি অভিযোগ করেন, সিদ্ধার্থের মায়ের চাপে পড়েই পোস্ট মুছে ফেলতে বাধ্য হন তিনি।
মহিলা নাকি বলেন, তিনি পুলিশে অভিযোগ করবেন, যে সোমি তাঁদের থেকে টাকা নেওয়ার চেষ্টা করছেন। তিনি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন, বহু যোগাযোগ রয়েছে। এমনকী এক মহিলা সাব ইন্সপেক্টরও ফোন করে ওই পোস্ট মুছে ফেলতে বলেন, হুমকি দেন, না হলে তাঁর বিরুদ্ধে সিদ্ধার্থের মাকে উত্যক্ত করার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে। এরপরেই ভয় পেয়ে ওই পোস্ট মুছে ফেলেন তিনি।
সিদ্ধার্থের মায়ের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, সিদ্ধার্থের গলা নকল করে অন্য ফোন থেকে এক পুরুষ বন্ধুকে দিয়ে তাঁর সঙ্গে কথা বলিয়েছেন তিনি। কিন্তু তিনি নিশ্চিত, তা সিদ্ধার্থের গলা নয়। এর কয়েক ঘণ্টা পরেই স্বয়ং সিদ্ধার্থ তাঁকে ফোন করেন, বলেন, ওই পোস্ট করার জন্য তিনি কৃতজ্ঞ, ২-৩ দিনের মধ্যে তাঁকে ফোন করবেন।
সিদ্ধার্থকে তাঁর মা এর আগেও অপহরণ করেছেন বলে অভিযোগ করেছেন সোমি। তাঁর দাবি, সিদ্ধার্থ তাঁদের বলতেন, মা ও তাঁর বয়ফ্রেন্ড টায়ারে বেঁধে মারধর করেন তাঁকে। তিনি হতাশায় ভোগা শুরু করেন, ওষুধ খেতেন নিয়মিত। কোনওমতে সেখান থেকে পালিয়ে একটি হোটেলে গিয়ে ওঠেন তিনি। সোমি বলেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement