Singer Pritam: মায়ের স্বপ্নপূরণ করলেন প্রীতম, হুইলচেয়ারে করেই লন্ডন-প্যারিস ঘুরিয়ে দেখালেন সুরকার
Pritam Chakraborty: শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডলে মায়ের সঙ্গে বিদেশ ভ্রমণের একটি রিলস শেয়ার করে নিজের আনন্দের অনুভুতি শেয়ার করে নেন প্রীতম। মাকে এবার তিনি নিয়ে গিয়েছিলেন প্যারিস ও লন্ডন।
কলকাতা: এ যেন সেই রবীন্দ্রনাথের বীরপুরুষ কবিতার মত। 'মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে...'। তবে সেখানে মা চলেছিলেন পালকিতে। আর এই দুনিয়ায় হুইলচেয়ার নিয়েই মাকে সঙ্গে করে বিদেশ ঘুরিয়ে দেখালেন সুরকার প্রীতম (Pritam Chakraborty)। মায়ের ইচ্ছেপূরণ করে আপলুত সুরকার। মা-বাবার স্বপ্ন কে না পূরণ করতে চায়, তবে বাধা হয় কখনও আর্থিক স্বচ্ছলতা আবার কখনও শারীরিক অসুস্থতা। তবে শারীরিক অসুস্থতা নিয়েই বছর শেষে মাকে নিয়ে বিদেশভ্রমণে গেলেন সুরকার প্রীতম।
শুক্রবার সকালে নিজের এক্স হ্যান্ডলে তাঁদের বিদেশ ভ্রমণের একটি রিলস শেয়ার করে নিজের আনন্দের অনুভুতি শেয়ার করে নেন প্রীতম (Pritam Chakraborty)। মাকে এবার তিনি নিয়ে গিয়েছিলেন প্যারিস ও লন্ডনে (Family Tour)। সঙ্গে ছিল পুরো পরিবার। আর পরিবারের সঙ্গে, মা অনুরাধা চক্রবর্তীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি কোলাজ করে একটি রিলস শেয়ার করেন প্রীতম, সঙ্গে একটি দীর্ঘ বার্তাও জুড়ে দেন।
এক্স হ্যান্ডলে ভিডিয়ো শেয়ার করে প্রীতম লেখেন, 'কয়েক বছর আগে, মা তাঁর জীবনে অন্তত একবার লন্ডন এবং প্যারিস দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু বাবার অ্যালজাইমার্স ধরা পড়ে। আর এই গোটা সময়টা বাবার পাশে ছিলেন মা, তাঁর যত্ন নিচ্ছিলেন। এমনকী সেই সময়ে তাঁর অত্যন্ত প্রয়োজনীয় হাঁটুর অস্ত্রোপচার করাতেও রাজি হননি। এরপর বাবা চলে যান আমাদের ছেড়ে। তারপর করোনা আসে। জীবন আরও স্থবির হয়ে পড়েছিল। বয়সের জন্য মায়ের আর হাঁটুর অস্ত্রোপচার করাও সম্ভব ছিল না। হুইলচেয়ারেই আটকে পড়েছিল। কিন্তু তাও আমরা তাঁকে নিয়ে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলি’।
পোস্টেই প্রীতম (Pritam Chakraborty) উল্লেখ করেন, 'মা খুব উত্তেজিত ছিল, কিন্তু যদিও আমি তাঁর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভয়ে এবং চিন্তায় ছিলাম। তবে তাঁর চোখেমুখে যে আনন্দ ছিল, তা অমূল্য।' ক্যাপশনের শেষে সকলের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে এই মুহূর্তে যতক্ষণ তাঁরা আপনার সঙ্গে আছেন, বাবা-মায়ের সমস্ত ইচ্ছেপূরণ করুন। প্রীতমের এই পোস্টে নেটপাড়ার চোখ অশ্রুসজল হয়ে উঠেছে। অনেকেই কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। অনেকে তাঁকে কমেন্টেই আশীর্বাদ করে লিখেছেন যে, সব মায়েরা যেন তাঁর মতই এমন সন্তান পায়।