ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৫) পর্ব ১: দলীয় সাংসদদের কড়া শৃঙ্খলার শিক্ষা অভিষেকের
Ghanta Khanek Sange Suman : "কয়েকজনের আদিখ্যেতায় বঞ্চিত যুবভারতীর দর্শকরা, জবাবদিহি করতে হবে"। "মন্ত্রী হোক বা পুলিশ, নজরে সবার ভূমিকাই," কড়া মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "আইওয়াশ নয়, অরূপ বিশ্বাস-সুজিত বসুর গ্রেফতার চাই," সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনে বিজেপির বিক্ষোভ, উঠল 'চোর' স্লোগান। তদন্তে স্টেডিয়ামে গেল চার IPS-এর SIT ও ফরেন্সিক, ভাঙচুরে ধৃত বেড়ে ৬। "ISF,CPM,কংগ্রেস -- কেউ আমার কাছে অচ্ছুত নয়", নতুন দল গঠনের আগে বললেন হুমায়ুন, সমঝোতার সম্ভাবনা জিইয়ে রাখলেন নৌশাদও। "অনুমতি ছাড়া অন্য দলের নেতাদের সঙ্গে বৈঠক বা পার্টি নয়", বিদেশ থেকে ফিরেই সাংসদদের কড়া শৃঙ্খলার শিক্ষা অভিষেকের ।
কাদের বিশৃঙ্খলা? কাদের জন্য় মেসি-দর্শন থেকে বঞ্চিত দর্শকরা? মুখ খুললেন অভিষেক। 'কিছু মানুষের উৎসাহে, ব্যবহার, আদিখ্যাতা দেখাতে গিয়ে দর্শকরা বঞ্চিত'
All Shows






























