ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৫) পর্ব ২: 'ISF,CPM,কংগ্রেস কেউ আমার কাছে অচ্ছুত নয়', বললেন হুমায়ুন
Ghanta Khanek Sange Suman : "কয়েকজনের আদিখ্যেতায় বঞ্চিত যুবভারতীর দর্শকরা, জবাবদিহি করতে হবে"। "মন্ত্রী হোক বা পুলিশ, নজরে সবার ভূমিকাই," কড়া মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "আইওয়াশ নয়, অরূপ বিশ্বাস-সুজিত বসুর গ্রেফতার চাই," সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। বিধাননগর কমিশনারেটের সামনে বিজেপির বিক্ষোভ, উঠল 'চোর' স্লোগান। তদন্তে স্টেডিয়ামে গেল চার IPS-এর SIT ও ফরেন্সিক, ভাঙচুরে ধৃত বেড়ে ৬। "ISF,CPM,কংগ্রেস -- কেউ আমার কাছে অচ্ছুত নয়", নতুন দল গঠনের আগে বললেন হুমায়ুন, সমঝোতার সম্ভাবনা জিইয়ে রাখলেন নৌশাদও। "অনুমতি ছাড়া অন্য দলের নেতাদের সঙ্গে বৈঠক বা পার্টি নয়", বিদেশ থেকে ফিরেই সাংসদদের কড়া শৃঙ্খলার শিক্ষা অভিষেকের ।
মেসির অনুষ্ঠানে প্রবল বিশৃঙ্খলায় সমালোচনার মুখে, ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরূপ বিশ্বাস! মঙ্গলবারই অরূপ বিশ্বাসের লেখা চিঠির বিভিন্ন ভুল বানান মার্ক করে এবং সঠিক বানানটি পাশে লিখে পোস্ট করে পশ্চিমবঙ্গ বিজেপি। এরমধ্যেই আবার, যুবভারতীতে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে প্ল্য়াকার্ডে লেখা 'মন্ত্রিসভা' বানান নিয়ে তৈরি হল বিতর্ক।
All Shows






























