এক্সপ্লোর
নবজাতক কন্যাসন্তান, মা হলেন কাল্কি!
মা হলেন কাল্কি, বাবা প্রেমিক গাই হার্সবার্গ। কন্যাসন্তানের জন্ম দিলেন কাল্কি।

মুম্বই: তিনি সন্তানসম্ভবা ছিলেন। কোনও রাখঢাক না করে সেই খবর দিয়েছিলেন অনেকদিন আগেই। একাধিকবার নিজের গর্ভাবস্থার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। দিয়েছেন সমালোচনার যোগ্য জবাবও।
অবশেষে ভক্তদের জন্য সুখবর। মা হলেন কাল্কি, বাবা প্রেমিক গাই হার্সবার্গ। কন্যাসন্তানের জন্ম দিলেন কাল্কি। গত ৭ ফেব্রুয়ারী মাতৃত্বের স্বাদ অনুভব করেন নায়িকা। তবে এখনও অবধি সোশ্যাল মিডিয়া নতুন অতিথির কোনও ছবি আপলোড করেন নি তাঁরা। আগেই তাঁর বিবাহের আগের মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন কাল্কি। বারবার বলেছেন সমাজের চাপে বিয়ে তাড়াহুড়ো করে বিয়ে না করার বার্তাও। নবজাতকে নিয়েও রাখঢাক করবেন না এমনটাই আশা ভক্তদের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















