Sukesh Chandrashekhar: ফের 'বেবি গার্ল' জ্যাকলিনকে চিঠি পাঠালেন সুকেশ চন্দ্রশেখর, কী লিখলেন?
Sukesh Chandrashekhar Letter: তিনি চিঠিতে লেখেন, 'তোমাকে আমার জীবনে পাওয়া আশীর্বাদের মতো, আমার রানি। বোটা বোম্মা, আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালবাসি।'

নয়াদিল্লি: আর্থিক তছরুপের (money laundering) অভিযোগে তিনি জেলবন্দি। সেখান থেকে প্রায়ই নিজের 'বেবি গার্ল'কে (baby girl) চিঠি, বলা ভাল প্রেমপত্র (love letter) পাঠান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। এর আগেও লিখেছেন একাধিক চিঠি। ফের এক নতুন চিঠি লিখলেন জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) উদ্দেশে।
জ্যাকলিনকে ফের চিঠি লিখলেন সুকেশ
সম্প্রতি অনুষ্ঠিত হল 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'। সেখানে অনেকের মতোই পারফর্ম করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। 'বান্ধবী'র পারফর্ম্যান্সের প্রশংসা করলেন সুকেশ চন্দ্রশেখর। সঙ্গে কথা দিলেন, জ্যাকলিনের জন্মদিনে 'দারুণ সারপ্রাইজ' দেবেন তাঁকে। ১১ অগাস্ট অভিনেত্রীর জন্মদিন।
আর্থিক তছরুপের একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে আপাতত দিল্লির মান্ডোলি জেলে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। শোনা যাচ্ছে, গত বৃহস্পতিবার তাঁর আইনজীবী অনন্ত মল্লিতের হাতে তিনি একটি চিঠি ইস্যু করান, যার মাধ্যমে জ্যাকলিনের প্রতি নিজের ভালবাসা ব্যক্ত করেন তিনি, তাঁকে মিস করছেন সেটাও জানান।
চন্দ্রশেখর তাঁর চিঠিতে লেখেন, 'আমার ভালবাসা, আমার বেবি জ্যাকলিন, আমার বোম্মা আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দেখলাম ২৮ এপ্রিল, স্বীকার করতেই হবে তুমি দুর্দান্ত ছিলে, এবং তোমার পারফর্ম্যান্স ছিল শ্রেষ্ঠ। গোটা অনুষ্ঠানে তোমাক ডান্স অ্যাক্টটা শোস্টপার ছিল, তোমাকে মার্জিত, উত্কৃষ্ট, দারুণ লাগছিল। আরও বেশি করে পাগলের মতো তোমার প্রেমে পড়ে গেছি। আমি ভাষা হারিয়ে ফেলেছি, তুমি সুপারস্টার, আমার বেবি গার্ল।'
তিনি আরও লেখেন, 'তোমাকে আমার জীবনে পাওয়া আশীর্বাদের মতো, আমার রানি। বোটা বোম্মা, আমার সর্বস্ব দিয়ে তোমাকে ভালবাসি, আমার প্রত্যেক ক্ষণ শুধু তোমারই জন্য, তুমি জানো তোমাকে কেমন পাগলের মতো ভালবাসি আমি, অবশ্য আমি এটাও জানি তুমি কতটা আমাকে ভালবাসো।'
তিনি লিখে চলেন, 'তোমাকে ভীষণ মিস করছি... তাছাড়া তোমার জন্মদিনের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, তোমার ভীষণ পছন্দ হবে, আমি আমার কথা রাখছি! তর সইছে না! বেবি, আমি শুধু চাই তুমি হাসতে থাকো, আমি এখানেই আছি, সত্যের দিন গোনা শুরু হয়ে গিয়েছে, চিন্তা করো না।'
আরও পড়ুন: Shah Rukh Khan: অ্যাটলির জন্য শিখতে হয়েছে তামিল, 'জওয়ান' নিয়ে অজানা তথ্য শাহরুখের
এর আগের চিঠিতে চন্দ্রশেখর ইস্টারের শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রীকে। এই উৎসবটা অভিনেত্রীর সঙ্গে উদযাপন করাটা খুব মিস করেন তিনি, জানান সেই কথাও।
২০০ কোটি টাকার আর্থিক তছরুপে জেলে বন্দি রয়েছেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও। যদিও অভিনেত্রী বলেছিলেন, তোলাবাজি মামলায় নাম জড়িয়ে প্রভূত ক্ষতি হয়েছে কেরিয়ারে। তবে, জেলবন্দি সুকেশের 'ভালবাসা' থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী।























