এক্সপ্লোর
‘ঠোক দো...’ মৃত্যুকামনাকারীকে বেনজির ভাষায় ব্লগে জবাব দিলেন অমিতাভ
বিগ বি লিখলেন...'জ্বলে পুড়ে যাও বেহায়া, নির্লজ্জ, সমাজের কলঙ্ক।''
![‘ঠোক দো...’ মৃত্যুকামনাকারীকে বেনজির ভাষায় ব্লগে জবাব দিলেন অমিতাভ Corona Affected Amitabh Bachchan Blasts A Troll Who Wrote 'I Hope You Die Of Covid-19', 'Thok Do Saale Ko' ‘ঠোক দো...’ মৃত্যুকামনাকারীকে বেনজির ভাষায় ব্লগে জবাব দিলেন অমিতাভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/12071426/Amitabh-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: নানাবতী হাসপাতালে দিন কাটছে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের। অসুস্থতার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তিনি। প্রতিদিনই পোস্ট করছেন নিজের কথা। লিখছেন ব্লগ। কখনও তাঁর কলমে উঠে আসছে মনের অবস্থার কথা। কখনও আবার শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া থেকে কোনও ভাললাগার ভিডিও।
অমিতাভ করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ভেসেছে তাঁর আরোগ্যকামনায়। অনুরাগীদের শুভকামনায় আপ্লুত বিগ বি বারাবার কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটি কমেন্টকেই যে যথেষ্ট গুরুত্ব দেন বিগ বি, তাঁর প্রমাণ মিলল মঙ্গলবার।
একজন কমেন্টে অমিতাভের মৃত্যুকামনা করেন। সেটি পড়ে বেজায় ক্ষুব্ধ করোনা আক্রান্ত অভিনেতা। নিজের ব্লগে কড়া ভাষায় দিয়েছেন জবাব। ‘ঠোক দো শালেকো’ - তাঁর মৃত্যু কামনা করা ব্যক্তিকে এই ভাষাতেই জবাব দিলেন বিগ-বি।
তিনি লেখেন, 'মিস্টার অ্যানোনিমাস, তোমার বাবার নামও তো দেখছি লেখা নেই। মনে হয় তুমি জানই না তোমার বাবা কে। দু’টো জিনিস হতে পারে। হয় আমি বাঁচব, না হয় মরে যাব। যদি মরে যাই, তবে এই কুৎসিত কথাগুলো লেখার আর লোক পাবে না। তোমার জন্য করুণা হয়। যদি ঈশ্বরের কৃপায় বেঁচেও যাই, তবে আমার ন’কোটির বেশি অনুরাগীরা ছেড়ে দেবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমার ভক্তরা রয়েছেন। ওরা আমার পরিবারেরই অংশ। ওদের কাছে গিয়ে আমি একটা কথাই বলব...ঠোক দো শালে কো।'
পুরাণে উল্লিখিত বিভিন্ন রাক্ষসের নাম উল্লেখ করে অমিতাভ লেখেন, অসুর, মারীচ, মহিষাসুরদের উপনাম ওই মৃত্যুকামনাকারী ব্যক্তি। বিগ বির ভাষায়,
'চরিত্রহীন, অবিশ্বাসী, শ্রদ্ধাহীন ইতর... জ্বলে পুড়ে যাও বেহায়া, নির্লজ্জ, সমাজের কলঙ্ক।'
![‘ঠোক দো...’ মৃত্যুকামনাকারীকে বেনজির ভাষায় ব্লগে জবাব দিলেন অমিতাভ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/07/29132952/amitabh-blog.jpg)
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)