Actor Jeet tests positive: করোনায় আক্রান্ত অভিনেতা জিৎ
টুইট করে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই।
কলকাতা : এবার করোনায় আক্রান্ত অভিনেতা জিৎ। টুইট করে একথা জানিয়েছেন অভিনেতা নিজেই। আপাতত তিনি হোম আসোলেশনে রয়েছেন।
দ্বিতীয় দফায় কার্যত তাণ্ডব শুরু করেছে করোনা। দেশজুড়ে আগের থেকে সংক্রমণের হার অনেকটা বেড়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪২৬ জন।
করোনা থাবা বসিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। বলিউডে সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। আপাতত তিনি গৃহবন্দী। এছাড়াও এই তালিকায় রয়েছেন- অমিতাভ বচ্চন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। সংক্রমিত হন- অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ, রণবীর কপূর, অর্জুন রামপাল, পরেশ রাওয়াল, আশুতোষ রানা, নাগমা, সমীরা রেড্ডিরা।
বাদ যায়নি টলিউডও। এই ইন্ডাস্ট্রিতে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, ভরত কল, চান্দ্রেয়ী ঘোষরা।
এবার জিৎ।
কিছুক্ষণ আগে একটি টুইট করে তিনি জানিয়েছেন, সকলকে জানাতে চাই যে আমি করোনায় আক্রান্ত। বাড়িতে আইসোলেশনে রয়েছি। এবং চিকিৎসকের পরামর্শ মানছি। গত কয়েকদিন ধরে যাঁরা আমার সংস্পর্শে এসছিলেন তাঁদের অনুরোধ করছি, আপনারা নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নিন এবং যত্ন নিন।
এদিকে প্রিয় অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা।