(Source: ECI/ABP News/ABP Majha)
Anupam Roy on Board Exam: স্থগিত পরীক্ষা, ছাত্রছাত্রীদের অনুপম বললেন, 'বাড়িয়ে দাও তোমার হাত'
ফিরছে করোনা, ফিরছে আতঙ্ক। ফের ব্যহত হচ্ছে জনজীবন। দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিস্থান। অনলাইন ক্লাসে প্রায় অভ্যস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। একাধিক রাজ্যে পরীক্ষা শুরু হয়েও স্থগিত করে দিতে হয়েছে। ছাত্র ছাত্রীদের মনোবল যোগাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।
কলকাতা: ফিরছে করোনা, ফিরছে আতঙ্ক। ফের ব্যহত হচ্ছে জনজীবন। দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিস্থান। অনলাইন ক্লাসে প্রায় অভ্যস্থ হয়ে পড়েছে শিক্ষার্থীরা। একাধিক রাজ্যে পরীক্ষা শুরু হয়েও স্থগিত করে দিতে হয়েছে। ছাত্র ছাত্রীদের মনোবল যোগাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সঙ্গীতশিল্পী অনুপম রায়।
করোনার জেরে এ বছরেও বাতিল দশম শ্রেণির সিবিএসই। স্থগিত দ্বাদশের পরীক্ষাও। আজই করোনার সংক্রমণ রুখতে বোর্ড পরীক্ষা স্থগিত করেছে মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। গতকালই কেন্দ্র ঘোষণা করেছে, চলতি বছর দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা বাতিল করা হল। স্থগিত রাখা হয়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পথে হেঁটেই পরীক্ষা স্থগিত করল একাধিক রাজ্য।
পরীক্ষার এই অনিশ্চয়তা ছাপ ফেলতে পারে পরীক্ষার্থীদের মনে, মনে করছেন অনুপম। সেইজন্য সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করে অনুপম লিখেছেন, 'যেসব ছাত্রছাত্রীরা এই কোভিড পরিস্থিতির মধ্যে বোর্ড কিংবা এন্ট্রান্স পরীক্ষার জন্য তৈরি হচ্ছ আর তা হয় পিছিয়ে যাচ্ছে কিংবা বাতিল হচ্ছে তাদেরকে বলতে চাই ভেঙে পড়ো না। সময়টা ভীষণ কঠিন। বাড়িয়ে দাও তোমার হাত। একে অন্যর পাশে থাকি।'
২০১১ সালে 'চলো পাল্টাই' ছবিতে অনুপমের গলায় 'বাড়িয়ে দাও তোমার হাত' গানটি জনপ্রিয় হয়েছিল। ছবিটির প্রেক্ষাপট ছিল বর্তমান শিক্ষাব্যবস্থা। করোনাকালেও অনুপমের কাছে এই গানটি সমান প্রাসঙ্গিক। পুরনো গানের রেশ ধরেই তাই ছাত্রছাত্রীদের কাছে অনুপমের বার্তা আরও বেঁধে বেঁধে থাকার।
অনুপমের পোস্টে কমেন্ট করেছেন অনেক ছাত্রছাত্রীরা। কেউ লিখেছেন, 'আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।' অনেকে আবার লিখেছেন, 'যাক, ছাত্রছাত্রীদের কথা কেউ তো ভাবে।' অনেক ছাত্রছাত্রী আবার আবেগে ভেসে ভালোবাসা ও সাধুবাদ জানিয়েছেন অনুপমের এই বার্তাকে।
করোনা পরিস্থিতির মধ্যেও কাজে ব্যস্ত অনুপম। অনেকগুলো নতুন গানের রেকর্ডিং চলছে তাঁর। কিছুদিন আগেই জন্মদিন দিয়েছে। সেদিনও রেকর্ডিং-এর ব্যস্ততা ছিল অনুপমের। মায়ের হাতের পায়েস খেয়েই নিয়মমাফিক জন্মদিন পালন করেন অনুপম।