(Source: ECI/ABP News/ABP Majha)
Sonu Sood on Coronavirus: করোনা আক্রান্তকে এয়ারলিফ্ট করে নাগপুর থেকে হায়দরাবাদ পৌঁছে দিলেন সোনু
সদ্য কোভিডের কবল থেকে সেরে উঠেছেন তিনি। করোনাকালে প্রথম থেকে মানুষের সাহায্যে হাত বাড়িতে দিয়েছিলেন রুপোলি পর্দার এই তারকা। সোনু সুদ। করোনার প্রথম পর্যায় থেকে শুরু করে দ্বিতীয় ঢেউ, কখনও থামেনি তাঁর সাহায্য় আর মানুষের ভালো করার অক্লান্ত চেষ্টা। সম্প্রতি কোভিড আক্রান্ত এক রোগীকে এয়ারলিফ্ট করে নাগপুর থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সোনু।
মুম্বই: সদ্য কোভিডের কবল থেকে সেরে উঠেছেন তিনি। করোনাকালে প্রথম থেকে মানুষের সাহায্যে হাত বাড়িতে দিয়েছিলেন রুপোলি পর্দার এই তারকা। সোনু সুদ। করোনার প্রথম পর্যায় থেকে শুরু করে দ্বিতীয় ঢেউ, কখনও থামেনি তাঁর সাহায্য় আর মানুষের ভালো করার অক্লান্ত চেষ্টা। সম্প্রতি কোভিড আক্রান্ত এক রোগীকে এয়ারলিফ্ট করে নাগপুর থেকে হায়দরাবাদ নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন সোনু।
২৫ বছরের ভারতী কোভিড আক্রান্ত। এই ভাইরাস নষ্ট করে দিয়েছে তাঁর ফুসফুসের ৮৫ থেকে ৯০ ভাগ। সোনুর সাহায্য নিয়েই নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু সেখানকার চিকিৎসকরা জানান, ভারতীর ফুসফুসের যত্ন নেওয়া অসম্ভব হয়ে পড়ছে। চিকিৎসার জন্য তাঁকে হায়দরাবাদ নিয়ে যেতে পারলে ভালো হয়। তখনই ফের ঝাঁপিয়ে পড়েন সোনু। অন্য কোনও যানবাহনে ভারতীকে হায়দরাবাদ নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তাতে অনেকটা সময় লাগত। ভারতীর জরুরি ছিল একমো সাপোর্ট।আগে থেকেই হায়দরাবাদের হাসপাতালের সঙ্গে কথা বলে সেই ব্যবস্থা করে ফেলেন সোনু। এরপর এয়ার অ্যাম্বুল্যান্সে করো ভারতীকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ভারতী। তাঁর সুস্থতা কামনায় ট্যুইটও করেছিলেন সোনু সুদ।
সোনু বলছেন, 'চিকিৎসকরা জানান, ভারতীর বাঁচার আশা মাত্র ২০ শতাংশ। তবুও আমি শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই। ওর মাত্র ২৫ বছর বয়স। আমার বিশ্বাস ভারতী এই যুদ্ধটা জিতে ফিরে আসবে। সেইজন্যই আমি এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করি। ভারতীর বাবা একজন রেলের অফিসার। ভারতীর সঙ্গে অনেকের শুভেচ্ছা ও ভালোবাসা রয়েছে। ও ঠিক সেরে উঠবে।'
গতকাল সোশ্যাল মিডিয়ায় সোনু লিখেছিলেন, '১৫ অগাস্ট যাঁরা দেশ ভক্তি দেখান, তাঁদের জন্য বার্তা, দেশের জন্য কিছু করার বা দেশভক্তি দেখানোর এর থেকে ভালো সময় আর আসবে না।' অভিনেতার বার্তায় স্পষ্ট, দেশের এই কঠিন সময়েই তো এগিয়ে আসা উচিত সাধারণ মানুষের। এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন ধর্মীয় আচারকে সাধারণ মানুষের ভালোর জন্য ব্যবহার করার বার্তা দিয়েছেন সোনু। এর আগে শিবরাত্রির সময় তিনি লেখেন, "দয়া করে ভগবান শিবের ছবি ফরোয়ার্ড করবেন না। বরং মহা শিবরাত্রি পালন করতে চাইলে জন্য এমন কাউকে সাহায্য় করুন যাঁর সাহায্যের প্রয়োজন। ওম নম শিবায়।"