Jacqueline Fernandez: 'সুকেশ চন্দ্রশেখর কে? চিনিই না..' কোর্টে বললেন জ্যাকলিন, কী রায় দিল আদালত?
Jacqueline Fernandez News: হামেশাই জেল থেকে জ্যাকলিনের উদ্দেশে প্রেমপত্র লেখেন সুকেশ। সেই খবর সংবাদমাধ্যমের কাছে এখন 'ওপেন সিক্রেট'

কলকাতা: সুকেশ চন্দ্রশেখরের নামে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলা চলছে। এই মামলায় গ্রেফতার হয়ে আপাতত জেলে রয়েছেন সুকেশ। আর তার সঙ্গে সঙ্গে, এই মামলায় নাম জড়িয়ে গিয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। জানা গিয়েছে, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জ্যাকলিনের। সুকেশের থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দামি দামি উপহার নিয়েছেন জ্যাকলিন। আর এবার, সুকেশের সঙ্গে সম্পর্কে থাকার কথা একেবারে অস্বীকারই করলেন জ্যাকলিন!
হামেশাই জেল থেকে জ্যাকলিনের উদ্দেশে প্রেমপত্র লেখেন সুকেশ। সেই খবর সংবাদমাধ্যমের কাছে এখন 'ওপেন সিক্রেট'। গত বছরেই জ্যাকলিনের জন্মদিনে সুকেশ একটি প্রমোদ তরণী উপহার দিয়েছিলেন জ্যাকলিনকে। হামেশাই সুকেশ জ্যাকলিনকে ভালবাসার চিঠি পাঠান। কিন্তু এবার জ্যাকলিন সুকেশের সঙ্গে সমস্তরকম সম্পর্কের কথাই অস্বীকার করলেন। এর আগেও আর্থিক তছরূপের অভিযোগে আদালতে হাজিরাও দিয়েছিলেন জ্যাকলিন।
জ্যাকলিনের মামলায় রায়দান
দিল্লি আদালতে জ্যাকলিন একটি মামলা দায়ের করেছিলেন। সেখানে জ্যাকলিনের বিরুদ্ধে যে আর্থিক তথরূপের অভিযোগ এনেছিল ইডি, তাকে চালেঞ্জ করেছিলেন তিনি। জ্যাকলিনের তরফ থেকে জানানো হয়েছিল, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। আর্থিক তছরূপের সঙ্গেও তিনি জড়িত নন, তাঁকে ফাঁসানো হয়েছে। বিচারপতি অনীশ দয়াল আর জ্যাকলিনের এই মামলা খারিজ করে দেন। ইডি জ্যাকলিনের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটের কথা এদিন উল্লেখ করেন বিচারপতি। জ্যাকলিন দাবি করেছিলেন, সুকেশ চন্দ্রশের তাঁকে ফাঁসিয়েছেন। আর্থিক তছরুপের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তবে ইডির চার্জশিট জানাচ্ছে, জ্যাকলিন সুকেশের থেকে বহুমূল্য বিভিন্ন উপহার দিয়েছিলেন। দ্বিতীয় চার্জশিটে ইডি এই সমস্ত কিছুর বিবরণ দিয়েছে।
আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে কী অভিযোগ?
সুকেশ ফার্নান্ডেজকে অনেক দামি উপহার দিয়েছিলেন। ইডি-র (ED) দেওয়া তথ্য অনুযায়ী, জ্যাকলিনকে সুকেশ দামি গয়না থেকে শুরু করে চারটি পার্সিয়ান বিড়াল এবং ৫৭ লক্ষ টাকার একটি ঘোড়া উপহার দিয়েছিলেন। সুকেশ জ্যাকলিনের পরিবারকেও অনেক উপহার দিয়েছিলেন। সব মিলিয়ে সুকেশ অভিনেত্রীকে উপহার দিতে ৭ কোটির বেশি টাকা খরচ করেছিলেন। যদিও জ্যাকলিন বলেছেন যে তিনি সুকেশের সম্পর্কে জানতেন না যে তিনি কী করেন এবং কে। জ্যাকলিন বলেছিলেন যে সুকেশ নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসাবে পরিচয় দিয়েছিলেন।
View this post on Instagram






















