Ram Gopal Varma: আরও বিপাকে রাম গোপাল বর্মা, আর্থিক দুর্নীতির মামলায় পরিচালকের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত
Ram Gopal Varma News Update: অন্ধেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম গোপাল বর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিলেন।

কলকাতা: আরও বিপাকে পরিচালক রামগোপাল বর্মা (Ram Gopal Varma)। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের দায়রা আদালতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। সদ্যই একটি চেক বাউন্স কেসে রাম গোপাল বর্মাকে নোটিস পাঠিয়েছিল আদালত। কিন্তু সেই মামলায় হাজিরা দেননি পরিচালক। জানুয়ারি মাসে রাম গোপাল বর্মার বিরুদ্ধে একটি চেক বাউন্স কেসে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছিল। অন্ধেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাম গোপাল বর্মার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছিলেন। তাঁর ৩ মাসের কারাদন্ড ও তিন মাসের মধ্যে ৩ লক্ষ ৭২ হাজার টাকা শোধ করার নির্দেশ দিয়েছে আদালত। সদ্যই সাজা মুকুব করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন রাম গোপাল বর্মা। কিন্তু শোনা যাচ্ছে, ৪ মার্চ আদালত পরিচালকের দাবি মেনে না নিয়ে, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। আদালত জানিয়েছে, জামিনের আবেদন করার আগে রামগোপালকে আদালতে হাজিরা দিতে হবে। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে এই বিষয়ে পরিচালকের আইনজীবীকে আদালতে নথি জমা দিতে বলা হয়েছে।
সম্প্রতি আরও একটি মামলায় জড়িয়ে পড়েছিলেন রাম গোপাল বর্মা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডুর ছবি বিকৃত করার অভিযোগে মানহানির মামলা দায়ের করা হয়েছে রাম গোপাল বর্মার নামে। সেই মামলায় সদ্যই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তিনি নাকি এই মামলায় হাজিরা দেননি। এর ফলেই পুলিশ হানা দিয়েছে পরিচালকের বাড়িতে! 'নিউজ এইটটিন'-এর খবর অনুযায়ী, কিছুদিন আগে পুলিশ রাম গোপাল বর্মার বাড়িতে পৌঁছয় কারণ তিনি মানহানির মামলায় হাজিরা দিতে আসেননি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাউডু ও তাঁর পরিবারের ছবিকে বিকৃত করার জন্য মানহানির মামলার নোটিশ পেয়েছিলেন রাম গোপাল বর্মা। অঙ্গোল গ্রামীণ পুলিশ (Ongole Rural Police)-এর তরফ থেকে রাম গোপাল বর্মার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল বলেই সূত্রের খবর। অনুমান করা হচ্ছিল, এই মামলায় হাজিরা না দেওয়ার ফলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। কিন্তু তা হয়নি।
টিডিপি মণ্ডলের সম্পাদক রামলিঙ্গমের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল রাম গোপাল বর্মার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু,তাঁর ছেলে নারা লোকেশ, পুত্রবধূ ব্রাহ্মণী এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সুনাম নষ্ট করার অভিযোগ এনেছিলেন তিনি। প্রকাশমের পুলিশ সুপার এ আর দামোদর বলেছিলেন,'আমরা রাম গোপাল বর্মার বিরুদ্ধে মাড্ডিপাড়ু থানায় মুখ্যমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য এবং উপমুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করার অভিযোগে মামলা দায়ের করেছি।'






















