এক্সপ্লোর
Advertisement
করোনা আক্রান্ত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যম ভাল আছেন, হাঁটাচলা করছেন, জানালেন পুত্র
বিখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল বলে জানালেন তাঁর ছেলে এস পি চরণ। তবে তাঁর সম্পূর্ণ সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা তাঁর।
নয়াদিল্লি: বিখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল বলে জানালেন তাঁর ছেলে এস পি চরণ। তবে তাঁর সম্পূর্ণ সেরে উঠতে দীর্ঘ সময় লাগবে বলে ধারণা তাঁর।
করোনা আক্রান্ত হয়েছেন বালসুব্রহ্মণ্যম| গত ১২ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে তাঁর অবস্থার অবনতি হওয়ায় জেনারেল কোভিড ১৯ ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তবে গায়কের পুত্র জানিয়েছেন, আগের চেয়ে ভাল আছেন তিনি। তবে এখনও ভেন্টিলেশনে আছেন। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে সন্তুষ্ট।
বালসুব্রহ্মণ্যম চেন্নাইয়ের এক হাসপাতালে ভর্তি আছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তাঁর শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন পুত্র চরণ। বলেছেন, "তিনতলার আইসিইউ থেকে ছতলার এক্সক্লুসিভ আইসিইউতে স্থানান্তরিত হয়েছেন বাবা| হাঁটাচলা করছেন। চিকিৎসকদের চিনতে পারছেন। থাম্বস আপও দেখিয়েছেন তাঁদের। এখনও লাইফ সাপোর্ট দরকার হচ্ছে। তবে আগের চেয়ে ভালভাবে শ্বাস নিতে পারছেন| তবে ওঁর পুরো সেরে উঠতে লম্বা সময় লাগবে।"
চরণ জানিয়েছেন, তাঁর মা-ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তবে তিনি ভাল আছেন। এই সপ্তাহেই ছাড়া পাবেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement