(Source: ECI/ABP News/ABP Majha)
আসছে 'ক্রিমিনাল জাস্টিস ৩', সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা পঙ্কজ ত্রিপাঠীর
ডিজনি প্লাস হটস্টারের এই বিখ্যাত থ্রিলার ঘরানার সিরিজ ইতিমধ্যেই বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে। যেখানে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে একজন উকিলের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, চরিত্রের নাম মাধব মিশ্র।
মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ক্রিমিনাল জাস্টিস ৩'। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা নিজেই।
ডিজনি প্লাস হটস্টারের এই বিখ্যাত থ্রিলার ঘরানার সিরিজ ইতিমধ্যেই বেশ কিছু অ্যাওয়ার্ড জিতেছে। যেখানে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে একজন উকিলের ভূমিকায় অভিনয় করতে দেখা যায়, চরিত্রের নাম মাধব মিশ্র। মুক্তি পেতে চলেছে সিরিজের তৃতীয় সিজন। নতুন কেস নিয়ে আসছে মাধব মিশ্র।
View this post on Instagram
সিরিজটি বিবিসি স্টুডিওজ ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে প্রযোজনা করে অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট। তৃতীয় সিজনে ভারতীয় জুভেনাইল বিচারবিভাগ এবং জেল ব্যবস্থার উপর ফোকাস করবে। সিরিজের দ্বিতীয় সিজনটি কনটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডস ২০২১-এ 'সেরা এশিয়ান ড্রামা'-এর পুরস্কার পান।
এক বিবৃতিতে অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'হটস্টার স্পেশাল ক্রিমিনাল জাস্টিসে সকলের প্রিয় উকিল ফিরছে, আমি খুবই খুশি। এই চরিত্রটি আমার খুব কাছের, তার কারণ এই চরিত্রটি থেকে অনেক কিছু শেখার আছে। এই চরিত্রের বেশ অনেকগুলো পরত রয়েছে যা আমার খুব পছন্দের। তার জ্ঞান এবং বুদ্ধিমত্তা হল এমন দু'টি গুণ যা আমি নিজের জীবনেও আনতে চাইব। তৃতীয় সিজনে দর্শকেরা এই চরিত্রের আরও বিভিন্ন ধরন দেখতে পাবেন।'