Cruise Drugs Case: বম্বে হাইকোর্টের নির্দেশনামা প্রকাশের পর জেলমুক্তি আরিয়ান খানের: মুকুল রোহতাগি
২৬ অক্টোবরে শুরু হওয়া সওয়াল-জবাব তিনদিন ধরে শোনার পর মাদককাণ্ডে অভিযুক্ত তিনজনেরই জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। উচ্ছ্বসিত রোহতাগির মন্তব্য, 'আরিয়ান খান জামিন পাওয়ায় আমি খুশি।'
![Cruise Drugs Case: বম্বে হাইকোর্টের নির্দেশনামা প্রকাশের পর জেলমুক্তি আরিয়ান খানের: মুকুল রোহতাগি Cruise drugs case: Aryan Khan, others to be released from jail after Bombay HC's detailed order tomorrow, says Mukul Rohatgi Cruise Drugs Case: বম্বে হাইকোর্টের নির্দেশনামা প্রকাশের পর জেলমুক্তি আরিয়ান খানের: মুকুল রোহতাগি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/28/4574d7c58f40cc3675b09956071ee8a4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: অবশেষে ২৫ দিন পর জামিন মঞ্জুর হল মাদককাণ্ডে গ্রেফতার আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি জানান, বম্বে হাইকোর্টের তরফে শুক্রবার বিস্তারিত নির্দেশনামা প্রকাশের পর তাঁদের জেল থেকে মুক্তি দেওয়া হবে। ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার জামিনের আবেদন মঞ্জুর হলেও জেল থেকে ছাড়া মিলছে না এখনই। সব ঠিক থাকলে আগামীকাল বা পরশু অর্থাৎ শনিবার জেলমুক্তি হবে আরিয়ান-মুনমুন-আরবাজের।
আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহতাগি বলেন, 'তিন দিন ধরে দুই পক্ষের বক্তব্য শোনার পর আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধাামেচার জামিনের আর্জি মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। বিস্তারিত নির্দেশনামা কাল দেওয়া হবে। আশা করা যায় ওঁরা প্রত্যেকে কাল বা শনিবার জেল থেকে বেরোতে পারবেন।'
২৬ অক্টোবরে শুরু হওয়া সওয়াল-জবাব তিনদিন ধরে শোনার পর মাদককাণ্ডে অভিযুক্ত তিনজনেরই জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। উচ্ছ্বসিত রোহতাগির মন্তব্য, 'আমার কাছে এটি একটি সাধারণ কেস - কোনওটা জেতা, কোনওটা হারা। খান জামিন পাওয়ায় আমি খুশি।' তিনি আরও জানান, আরিয়ান খানের বিরুদ্ধে 'মাদক সংগ্রহ'-এ রাখার কোনও মামলা ছিল না। তাঁর দাবি, আরিয়ান খানকে গ্রেফতারির সিদ্ধান্ত ভুল ও 'এটি জামিন পাওয়ার উপযুক্ত মামলা'।
অন্যদিকে ২০১৮ সালের এক প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে কে পি গোসাভিকে। পুণে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আপাতত সিটি কোর্ট তাঁকে ৮ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। মুম্বইয়ের প্রমোদতরী মাদককাণ্ডে অন্যতম সাক্ষী ছিলেন কে পি গোসাভি।
এছাড়া এখন নজর রাখা হচ্ছে NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের ওপরেও। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এবার তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)