Hrithik Roshan on Aryan Khan: পাশে দাঁড়ালেন হৃত্বিক রোশন, 'প্রিয় আরিয়ান'-এর উদ্দেশে খোলা চিঠি অভিনেতার
তিনি বারবার আরিয়ানকে 'শান্ত, স্তব্ধ', থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে এই চাপের মুখে যেন আরিয়ান নিজের মধ্যের ভালটাকে নষ্ট না করে ফেলে সেই পরামর্শও দিয়েছেন হৃত্বিক।
মুম্বই: মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ-পুত্র আরিয়ান খান। এবার তাঁর পাশে দাঁড়ালেন বলিউডের অন্যতম তারকা অভিনেতা হৃত্বিক রোশন। ইনস্টাগ্রামে আরিয়ানের জন্য খোলা চিঠি লিখলেন হৃত্বিক। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে আরিয়ানের একটি ছবি পোস্ট করে অভিনেতা একটি বড় ক্যাপশন লিখে মানসিক সাহস জোগালেন তাঁকে।
'আমার প্রিয় আরিয়ান' লিখে হৃত্বিক শুরু করেন তাঁর চিঠি। খুব সুন্দর করে চিঠিতে তিনি বর্ণনা করেছেন জীবনের চড়াই-উতরাইয়ের কথা। ঠিক যেন একজন পিতৃস্থানীয় ব্যক্তি ছেলেকে জীবনের পাঠ পড়াচ্ছেন, কিন্তু খুবই ধৈর্য্যের সঙ্গে। তিনি লেখেন, 'জীবন একটি আজব সফর। জীবন দারুণ কারণ অনিশ্চিত। জীবন দুর্দান্ত কারণ তোমার দিকে সে সবসময় কঠিন পরিস্থিতি ছুড়ে দেয়। কিন্তু ঈশ্বর মঙ্গলময়। তিনি শুধু কঠিন মানুষদের কঠিন চ্যালেঞ্জ দেন। যখন ভিড়ের মধ্যেও তোমার নিজের মধ্যে নিজেকে স্থির রাখার চাপ অনুভব করতে পারবে তখনই বুঝবে ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন।'
এরপরও তিনি অনেক কিছু লিখেছেন আরিয়ানের উদ্দেশে। তিনি বারবার আরিয়ানকে 'শান্ত, স্তব্ধ', থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে এই চাপের মুখে যেন আরিয়ান নিজের মধ্যের ভালটাকে নষ্ট না করে ফেলে সেই পরামর্শও দিয়েছেন হৃত্বিক।
View this post on Instagram
আরিয়ান খানের গ্রেফতারের পর থেকেই সরগরম বলিউড। এই কঠিন অবস্থায় বলিউডের অনেকেই পাশে দাঁড়িয়েছেন কিং খান ও তাঁর ছেলের। কিছুদিন আগেই পাশে থাকার আশ্বাস দেন হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানও। পূজা ভট্ট, হংসল মেহতা এবং আরও কয়েকজনের পরে আরিয়ানের সমর্থনে সরব হন সুজান। আরিয়ানের গ্রেফতারের প্রেক্ষিতে শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খানের সমর্থনে এগিয়ে আসেন তাঁদের দীর্ঘদিনের বন্ধু। সুজান লেখেন, 'আরিয়ান দুর্ভাগ্যবশত ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন, এই পরিস্থিতিকে কিছু লোকের উত্তেজনা বাড়িয়ে তোলার জন্য একটি উদাহরণ তৈরি করা হচ্ছে।'