এক্সপ্লোর
বলিউডে কাজ করা পাক শিল্পী আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই গায়িকার
![বলিউডে কাজ করা পাক শিল্পী আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই গায়িকার 'Dear Zindagi' actor & singer Ali Zafar accused of sexual harassment by Pakistani singer Meesha Shafi বলিউডে কাজ করা পাক শিল্পী আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই গায়িকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/20091628/ali-zafar.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পাকিস্তানি গায়িকা মিশা সফি সে দেশেরই গায়ক-নায়ক আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেছেন, আলি জাফর বহুবার তাঁকে যৌন নির্যাতন করেছেন, এবার আর তিনি চুপ করে থাকবেন না।
২ সন্তানের মা এই গায়িকার অভিযোগ, একাধিকবার নিজেরই সহশিল্পী আলি জাফরের হাতে যৌন নির্যাতন সহ্য করতে হয়েছে তাঁকে। যখন তাঁর বয়স অল্প ছিল বা সবে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন এ সব ঘটেছে এমন নয়। এগুলো ঘটেছে যখন তাঁর ক্ষমতা হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, নিজের কথা বলার জায়গায় এসেছেন। ২ সন্তান থাকার পরেও এমনটা ঘটেছে তাঁর সঙ্গে।
ভাগ মিলখা ভাগ ছবিতে দেখা গিয়েছিল মিশা সফিকে। ৩৬ বছরের এই শিল্পী টুইট করেছেন, নিজের সঙ্গে ঘটা যৌন নির্যাতনের কথা সর্বসমক্ষে তুলে ধরে সমাজে এ বিষয়ে যে মুখ বন্ধ করে থাকার সংস্কৃতি রয়েছে, তার এইভাবে প্রতিবাদ করবেন তিনি। সম্ভবত এই প্রথম কোনও পাকিস্তানি তারকা তাঁরই সহশিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন।
![বলিউডে কাজ করা পাক শিল্পী আলি জাফরের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এই গায়িকার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/04/20091758/misha-safi.jpg)
তিনি ও তাঁর গোটা পরিবারের পক্ষেই এই অভিজ্ঞতা ভয়ানক। আলি জাফরকে তিনি বহু বছর ধরে চেনেন, তাঁর সঙ্গে এক মঞ্চে অনুষ্ঠানও করেছেন। কিন্তু তাঁর বিশ্বাসভঙ্গ করেছেন জাফর, আর মিশা জানেন, এই অভিজ্ঞতা তাঁর একার নয়। পাক গায়ক-নায়ক আলি জাফর কাজ করেছেন তেরে বিন লাদেন, মেরে ব্রাদার কি দুলহন, চশমে বদ্দুর ও ডিয়ার জিন্দেগি-র মত বেশ কয়েকটি বলিউড ছবিতে।Sharing this because I believe that by speaking out about my own experience of sexual harassment, I will break the culture of silence that permeates through our society. It is not easy to speak out.. but it is harder to stay silent. My conscience will not allow it anymore #MeToo pic.twitter.com/iwex7e1NLZ
— Meesha Shafi (@itsmeeshashafi) April 19, 2018
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)