![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Debina on Karwa Chauth: হাতে ভালবাসার মেহেন্দি, দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার মধ্যেই কাটছে দেবিনার করবা চৌথ
Actress Debina on Karwa Chauth: সোশ্যাল মিডিয়ায় একাধিক মেহেন্দি পরার ছবি শেয়ার করে নিয়েছেন দেবিনা। ঢিলে পোশাকে ব্যালকনিতে বসে মেহেন্দি পরছেন তিনি
![Debina on Karwa Chauth: হাতে ভালবাসার মেহেন্দি, দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার মধ্যেই কাটছে দেবিনার করবা চৌথ Debina on Karwa Chauth: Actress Debina Bonerjee celebrating Karwa Chauth, shares her mehendi photo on social media Debina on Karwa Chauth: হাতে ভালবাসার মেহেন্দি, দ্বিতীয় সন্তানের জন্য অপেক্ষার মধ্যেই কাটছে দেবিনার করবা চৌথ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/13/c8dbfdbe30c0ce6ffc5b0c994180ce3a166565843137449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজই করবা চৌথ। আর তাই, হাতে ভালোবাসার মেহেন্দি আঁকলেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonerjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই ছবি। অন্তঃস্বত্বা হয়েও প্রতি বছরের মতোই করবা চৌথ পালন করবেন দেবিনা।
দেবিনা ও গুরমিত (Gurmeet Chowdhury)-র জীবনে এসেছে ছোট্ট লিয়ানা। একরত্তি মেয়েকে নিয়ে সময় কাটছে তাঁদের। কিন্তু দেবিনা আবারও অন্তঃস্বত্বা। এই ঘটনা কেবল অনুরাগীদের নয়, এমনকি অবাক করেছিল দেবিনাকেও। মাত্র ৪ মাসের মধ্যে আবার অন্তঃস্বত্বা হয়ে পড়ায় চিকিৎসকের সঙ্গে আলোচনা করেছিলেন দেবিনা। তিনি জানান, এসে স্বাস্থ্যের ক্ষতি হবে না দেবিনার। সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় সন্তানের আগমনের কথা শেয়ার করে উচ্ছ্বসিত হয়েছিলেন দেবিনা।
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক মেহেন্দি পরার ছবি শেয়ার করে নিয়েছেন দেবিনা। ঢিলে পোশাকে ব্যালকনিতে বসে মেহেন্দি পরছেন তিনি। ক্যাপশনে দেবিনা লিখেছেন, মেহেন্দি, পরিবেশ, আয়োজন সব ঠিক আছে। করবা চৌথের জন্য আমি তৈরি।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)