Debolina Dutta: স্বামীর সঙ্গে বয়সের বিস্তর ফারাক, গার্হস্থ্য হিংসার শিকার দেবলীনা!
New Bengali Film: বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।
কলকাতা: নতুন ছবিতে দেবলীনা দত্ত (Devleena Dutta) ও সুজন নীল মুখোপাধ্যায় (Sujan Neel Mukherjee)। শ্যুটিং শুরু হল পারমিতা মুন্সী পরিচালিত ছবি ম্যারেজ অ্যানিভার্সারি (Marriage Anniversary)-র। এই দুই অভিনেতা ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী ঘোষ এবং ডক্টর সুজয় বিশ্বাসকে।
এক সম্পর্কের গল্প বলবে এই ছবি। এক অসমবয়স্ক দম্পতির গল্প বলবে এই ছবি। মুখ্যচরিত্রে রয়েছেন দেবলীনা ও নীল। তাঁদের চরিত্রের নাম অরুণাভ এবং বিপাশা। পরিচালক বলছেন, অরুণাভ এবং বিপাশার মধ্যে বয়সের ফারাকটা বেশ চোখে পড়ার মতোই। গল্পের কেন্দ্রীয় চরিত্র অরুনাভ, অনাথ বিপাশাকে বিয়ে করেন। দুজনের বয়সের পার্থক্য ২৫ বছর। তাদের সম্পর্ক বাইরে থেকে দেখলে আর পাঁচজন দম্পতির সম্পর্কের থেকে আলাদা কিছু মনে না হলেও, ভিতরে লুকিয়ে আছে বেশ অন্যরকম একটা গল্প। তাদের ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনের আয়োজন করেন তাঁরা। তবে এদিন এমন কিছু ঘটনা ঘটে যা বদলে দেবে সমস্ত সমীকরণ। কি সেই রহস্য? সেই গল্পই বলবে আসন্ন ছবি 'ম্যারেজ অ্যানিভারসারি'।'
আরও পড়ুন: Hansika Motwani: হঠাৎ 'মহিলা' হয়ে উঠতে মা হরমোনাল ইঞ্জেকশন দিতেন? অবশেষে উত্তর দিলেন হংসিকা
এই ছবির গল্প সম্পর্কের আড়ালে থাকা এক গার্হস্থ্য হিংসার গল্প। পরিচালকের দাবি, আমরা আমাদের আশেপাশে এমন অনেক সম্পর্ক দেখি যেগুলো বাইরে থেকে দেখলে একেবারে স্বাভাবিক ও সুখী বলেই মনে হয়। কিন্তু তাদের সম্পর্কের আড়ালে যে ঘটনা, সমীকরণ লুকিয়ে থাকে তা মোটেই সুখকর নয়। সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।
ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ বসু। মুখ্য সহকারী পরিচালক হিসেবে রয়েছেন ধ্রুব জ্যোতি রক্ষিত। ছবির শিল্প নির্দেশনা করছেন সুদীপ ভট্টাচার্য। ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন অরিজিৎ বসু। শিবানী মুন্সী প্রোডাকশন ও শ্রী রতন ঝাওয়ারের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি।