Deepika and Shah Rukh Khan: ছোট্ট চরিত্র, তার জন্য ১৫ কোটি! 'জওয়ান'-এর পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন দীপিকা
Deepika on Jawan: গুঞ্জনে শোনা যাচ্ছে, দীপিকা নাকি এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। তবে সদ্য একটি সাক্ষাৎকারে, দীপিকা খোলসা করেন আসল কথাটা
কলকাতা: ছোট্ট চরিত্র, অল্প সময় স্ক্রিনে কিন্তু তারমধ্যেও নজর কেড়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র রসায়ন। একদিনে শাহরুখের স্ত্রী ও অন্যদিকে শাহরুখের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা। কিন্তু জানেন কী, এই চরিত্রের জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বলিউডের 'মস্তানি'?
গুঞ্জনে শোনা যাচ্ছে, দীপিকা নাকি এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। তবে সদ্য একটি সাক্ষাৎকারে, দীপিকা খোলসা করেন আসল কথাটা। দীপিকা জানান, তিনি ও শাহরুখ একে অপরের জন্য 'লাকি চার্ম' বা সৌভাগ্যের প্রতীক। তাঁরা একে অপরের সঙ্গে ছবিতে হাজির থাকলে নাকি সেই ছবি হিট হয়। শাহরুখ যথেষ্ট স্নেহ করেন দীপিকাকে, অন্যদিকে দীপিকাও সম্মান করেন শাহরুখকে। তাঁদের একে অপরের ওপর অধিকারবোধ রয়েছে। আর সেই কারণেই, 'জওয়ান'-এর ওই চরিত্রটিতে অভিনয় করার জন্য, বিন্দুমাত্র পারিশ্রমিক চাননি দীপিকা।
একটা সাক্ষাৎকারে, দীপিকা জানিয়েছেন এই ছবির জন্য তিনি কখনোই রাজি না হয়ে পারেন না আর তার কারণ অবশ্যই শাহরুখ। কিং খানকে কখনোই না বলতে পারেন না তিনি। সেই কারণেই এই ছবিতে অভিনয় করেছেন দীপিকা। তবে এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কোনও পারিশ্রমিক দাবি করতে পারেননি তিনি।
দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করলেন বলিউডের কিং শাহরুখ খান। সেই সঙ্গে দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তারকা বিজয় সেতুপতি। অনবদ্য অভিনয় ও অন্য ধরনের গল্প সেই সঙ্গে কিং খানের 'ক্যারিস্মা'! বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে এই ছবি। শোনা যাচ্ছে, অষ্টম দিনে এই ছবি ১৬ কোটি টাকা আয় করেছে।
শুক্রবার সকালে ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালানের দেওয়া হিসেব অনুযায়ী, অষ্টম দিনে কেবল ভারত থেকেই ৮ লক্ষ ৫২ হাজার ৬৩১টি টিকিট বিক্রি হয়েছে 'জওয়ান'-এর। তবে এর বাইরেও একাধিক প্রেক্ষাগৃহ আছে যার হিসেব করা যায়নি সম্পূর্ণ। অর্থাৎ এই সংখ্যা বাড়তে পারে, কমবে না। হিন্দি সংস্করণ আয় করেছে ১৪.১৮ কোটি, তামিলে পেয়েছে ১.৪৩ কোটি, তেলুগু সংস্করণে আয়ের পরিমাণ ৯৬ লক্ষ টাকা। অর্থাৎ মোট আয়, দেশে, অষ্টম দিনে ১৬.৫৭ কোটি টাকা।
মুক্তির প্রথম সপ্তাহেই দেশ থেকে ৩৬৯.২২ কোটি টাকার আয় করেছে 'জওয়ান'। তার মধ্যে ৩২৭.৮৮ কোটি টাকা এসেছে হিন্দি সংস্করণ থেকে। বাকি ৪১.৫৫ কোটি টাকা আয় হয়েছে তামিল ও তেলুগু থেকে। অন্যদিকে বিশ্বজুড়েও দুর্দান্ত ব্যবসা করছে এই ছবিতে। প্রথম ৮ দিনেই ৭০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'জওয়ান'।
আরও পড়ুন: Soham Chakraborty: অজগর নিয়ে ছবি তুলে বিতর্কে সোহম, কটাক্ষের উত্তরে কী বলছেন অভিনেতা?