এক্সপ্লোর
ইন্সটাগ্রামে দীপিকার নতুন ছবি দেখে ভক্তদের তোপ, ‘অপুষ্টিতে ভুগছেন, কিছু খান’

মুম্বই: ইন্সটাগ্রামে তাঁর সাম্প্রতিক এক ফটোশ্যুটের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোন। ছবিগুলো দেখে দীপিকা ভক্তরা একটুও খুশিতো হননি। উল্টে তাঁকে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছে। একনজরে ফটোশ্যুটের ছবিগুলো একবার দেখে নেব
ফটোশ্যুটে দীপিকাকে একটি ব্ল্যাক স্লিপ ড্রেসে দেখা যাচ্ছে। সঙ্গে একটি হীরের নেকলেস পরেছেন তিনি। ঠোঁটে অবশ্য কোনও রঙ ছিল না, তবে গাঢ় রঙ করা ছিল চোখে। এইমুহূর্তে দীপিকা সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল হলিউডি ছবি 'এক্সএক্সএক্স:রিটার্ন অফ জেন্ডার কেজ'-এ।
On sale today, #vanityfaironjewellery starring @deepikapadukone, pictured here wearing @Chanel by @professor_ohlsson #deepikapadukone A post shared by Vanity Fair UK (@vanityfairuk) on
ছবি দেখার পর দীপিকা ভক্তরা অভিনেত্রীকে পরামর্শ দেন, তাঁকে দেখে মনে হচ্ছে তিনি অপুষ্টিতে ভুগছেন। দয়া করে তিনি যেন ওজন বৃদ্ধির জন্যে এবার একটু খাওয়াদাওয়া শুরু করেন। দেখুন নেটিজেনদের কিছু মন্তব্যের নমুনা
ফটোশ্যুটে দীপিকাকে একটি ব্ল্যাক স্লিপ ড্রেসে দেখা যাচ্ছে। সঙ্গে একটি হীরের নেকলেস পরেছেন তিনি। ঠোঁটে অবশ্য কোনও রঙ ছিল না, তবে গাঢ় রঙ করা ছিল চোখে। এইমুহূর্তে দীপিকা সঞ্জয় লীলা বনশালীর ছবি 'পদ্মাবতী' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল হলিউডি ছবি 'এক্সএক্সএক্স:রিটার্ন অফ জেন্ডার কেজ'-এ। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















