Deepika Padukone: অস্কার উপলক্ষ্যে ফের নতুন সাজ! গাঢ় গোলাপি পালকে শরীর ঢাকলেন দীপিকা
Actress Deepika Padukone: মঞ্চের সাজের মতোই নজর কেড়েছে তাঁর এই সাজ। তবে অস্কারের মঞ্চে দীপিকাকে অনেক বেশি স্নিগ্ধ দেখিয়েছিল। সন্ধের সাজে দীপিকা মোহময়ী, আকর্ষণীয়, রহস্যময়ী।

কলকাতা: এবং.. তারপর। কোথায় গেল সেই মিশকালো মারমেড গাউন? সন্ধে গড়াতেই নিজেকে গাঢ় গোলাপি পালকে ঢাকলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মাথার ওপর উঁচু করে বাঁধা মেসি বান, হিরের লম্বা দুল থেকে যেন ঝলকে পড়ছে আলো। কালো, নীল উইঙ্কটড টানা আইলাইনারে অভিনেত্রী অপরূপা। হাতে কালো চামড়ার লম্বা গ্লাভস, পায়ের আধা স্বচ্ছ কালো টাইটস ঢেকে গিয়েছে পেনসিল হিল কালো জুতোয়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে ফের তাক লাগালেন অভিনেত্রী।
অস্কারের সন্ধেয় আয়োজন করা হয়েছিল একটি পার্টির। সেখানে হাজির ছিলেন বলিউডের 'মস্তানি'। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই পার্টির কথা লেখেননি দীপিকা। তবে মঞ্চের সাজের মতোই নজর কেড়েছে তাঁর এই সাজ। তবে অস্কারের মঞ্চে দীপিকাকে অনেক বেশি স্নিগ্ধ দেখিয়েছিল। সন্ধের সাজে দীপিকা মোহময়ী, আকর্ষণীয়, রহস্যময়ী।
অস্কারের মঞ্চের জন্য লুই ভিত্তোঁর কালো রঙের ব্যাকলেস বল গাউন বেছেছিলেন দীপিকা। এই ধরনের পাশ্চাত্য গাউন পরিচিত মারমেড গাউন হিসেবে। অনেকটা মারমেড বা মৎস্যকন্যার মতো আকৃতি হওয়াতেই গাউনের এই ধরণের নামকরণ। লুই ভিতোঁর কালো গাউনে দীপিকা অপরুপা, নজর ফেরানো দায় 'পদ্মাবত'-এর দিক থেকে। পোশাকের সঙ্গে মানানসই কালো অপেরা গ্লাভসে পেলব হাত ঢেকেছিলেন দীপিকা।
গয়নার ব্যাপারেও দীপিকার পছন্দ দেখবার মতোই। কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের হালকা হলুদ ওয়াটার ড্রপ লকেট পরেছিলেন দীপিকা। গ্লাভসে ঢাকা হাতে ছিল হিরের ব্রেসলেট ও হিরের আংটি। কানে কোনও গয়না পরেননি অভিনেত্রী। মাঝখানে সিঁথি করে হালকা হাতে খোঁপায় সাজ সম্পূর্ণ করেছিলেন দীপিকা। সোনালি কালো চুলে ঢাকা ছিল কানের অর্ধেক।
কাঁধখোলা গাউনে স্পষ্ট দীপিকার বিউটি বোন। পেলব ত্বকে যেন চলকে পড়ছে অস্কারের মঞ্চের সোনালি আলো। হালকা বেস মেকআপ, উইঙ্কড আইলাইনারের সঙ্গে হালকা বাদামি আইলাইনার ও ন্যুড লিপস্টিক বেছেছিলেন দীপিকা। কিন্তু সবথেকে বেশি নজর কেড়েছে দীপিকার হাসি। সেখানেই যেন সম্পূর্ণ হয়েছে তাঁর সাজ। এলো খোঁপা আড়ালে উঁকি দিচ্ছিল দীপিকার ঘাড়ের নতুন ট্যাটুও। ‘৮২°ই’।
View this post on Instagram






















