এক্সপ্লোর
উদ্ভট হেয়ারস্টাইল, রণবীরের ছোটবেলার ছবি দেখে মুখ ব্যাঁকালেন দীপিকা

মুম্বই: রণবীর সিংহকে নিয়ে তাঁর আপনজনেরা নির্ঘাত ভয়ে ভয়ে থাকেন। কখন তিনি যে কোন পোশাক পরে কোথায় চলে যাবেন তা আগে থেকে আন্দাজ করা অসম্ভব। রংচঙে কোট, লং স্কার্ট, চারপাশ ছেঁড়া জামা পরে নির্বিকার হাঁটাচলা করেন তিনি। দেখা যাচ্ছে, রণবীরের এই অভ্যেস আজকের নয়, ছোটবেলা থেকেই ছিল। ছোটবেলার ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, হেয়ারস্টাইল দেখে চোখ কপালে তুলতে হয়। [embed]https://www.instagram.com/p/BkZZWJRALc0/?utm_source=ig_embed[/embed] আমি আপনি না হয় পরস্য পর, দীপিকা পাড়ুকোনেরও এই চুলের ছাঁট পছন্দ হয়নি। কমেন্ট বক্সে জানিয়েছেনও সে কথা।
বলিউডে রণবীরের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কপূর এ নিয়ে অবশ্য দিব্যি হাসিঠাট্টা করেছেন।
বলিউডে রণবীরের সবথেকে ঘনিষ্ঠ বন্ধু অর্জুন কপূর এ নিয়ে অবশ্য দিব্যি হাসিঠাট্টা করেছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















