এক্সপ্লোর
পুরস্কার অনুষ্ঠানে রণবীর সিংহের বক্তব্যে আবেগে চোখে জল স্ত্রী দীপিকার

নয়াদিল্লি: বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহর বিয়ের অনুষ্ঠান, রিসেপশন তাঁদের অনুরাগীদের মনে এখনও তাজা। বিয়ের পর দুজনের সম্পর্কের রসায়ণ ও একে অপরের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আরও গভীর ও আকর্ষণীয় হয়েছে। রবিবার রাতে হাতেহাত ধরে নবদম্পতি এসেছেন একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে রণবীর এমন কথা বললেন যে, আবেগে চোখের জল ধরে রাখতে পারলেন না দীপিকা। দীপিকার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে সেই ভিডিও, যেখানে রণবীরকে তাঁ স্ত্রী সম্পর্কে এই বিশেষ কথা বলতে শোনা গিয়েছে। একে অপরের প্রতি ভালোবাসার কথা জানাতে দীপিকা ও রণবীর কোনও সুযোগই হাতছাড়া হতে দেন না। অনুষ্ঠানে পদ্মাবত সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার পর আবেগ ধরে রাখতে পারলেন না রণবীর। ধন্যবাদজ্ঞাপক ভাষণে পুরস্কার জয়ের সমস্ত কৃতিত্বই স্ত্রী দীপিকাকে দিলেন রণবীর।
রণবীরের এই আবেগপ্রবণ বক্তব্য শুনে দীপিকার চোখের জল আর বাঁধ মানেনি। তাঁর বক্তব্যে রণবীর বলেন, ওই সিনেমায় রানীকে আমি পাইনি। কিন্তু বাস্তব জীবনে আমি রানীকে পেয়েছি। একথা বলে রণবীর দীপিকার দিকে ইশারা করেন। পরে রণবীর দীপিকার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়ে বলেন, গত ছয় বছরে আমি যা কিছু সাফল্য পেয়েছি তার কৃতিত্ব দীপিকার। কেননা, দীপিকা তাঁকে মাটিতে পা রেখে চলতে সাহায্য করেছেন। সমর্থন করেছেন। এ সবের জন্য তিনি দীপিকাকে ধন্যবাদ জানান। রণবীরের মুখ থেকে এই কথা শুনে কেঁদে ফেলেন দীপিকা।
রণবীর তাঁকে অভিনেতা হিসেবে তুলে ধরার জন্য পরিচালক সঞ্জয়লীলা বনশালীকেও ধন্যবাদ জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















