Deepika Padukone: রুপোলি পর্দা ছেড়ে এবার প্রযুক্তির আঙিনায় পা দীপিকার, তৈরি করতে চলেছেন নতুন ইতিহাস!
Deepika Padukone News: প্রযুক্তির জগতে পা রাখছেন দীপিকা। নাহ.. তিনি নিজে কোনও কিছু তৈরি করছেন না। এবার মেটা এআই-তে শোনা যাবে, দীপিকা পাড়ুকোনের গলা

কলকাতা: কেরিয়ারে সময়টা যে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) খুব একটা ভাল যাচ্ছে, তা নয়। বেশ কয়েকটি বড় বাজেটের ছবি হাতছাড়া হয়েছে তাঁর, ৮ ঘণ্টা শিফটের কথা বলে তিনি বিতর্কেও জড়িয়েছেন। তবে, তিনি দীপিকা পাড়ুকোন, তাঁর নামের সঙ্গেই যেন সবসময়ে চমক জড়িয়ে রয়েছে। এর আগে, একাধিকবার ইতিহাস তৈরি করার মতো কাজ করেছেন দীপিকা, আর এবারেও ঘটল তেমনই। প্রযুক্তির জগতে পা রাখছেন দীপিকা। নাহ.. তিনি নিজে কোনও কিছু তৈরি করছেন না। এবার মেটা এআই-তে শোনা যাবে, দীপিকা পাড়ুকোনের গলা। এবার ইচ্ছা করলেই, ইংরাজিতে চ্যাট করা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ভারত ছাড়া, অন্যান্য একাধিক দেশের মানুষ ও চাইলেই চ্যাট করতে পারবেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে দীপিকা জানিয়েছেন, তিনি এখন মেটা এআই-এর নতুন ইংরেজি স্বর হয়ে উঠেছেন। এই তথ্য দেওয়ার সময় অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছিলেন- 'আমি এখন মেটা এআই-এর অংশ এবং এখন আপনি আমার ইংরেজি ভয়েসের সঙ্গে সারা ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চ্যাট করতে পারেন।' দীপিকা পাড়ুকোনের সঙ্গে মেটা এআই-এর এই অংশীদারিত্ব আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানবিক এবং আঞ্চলিক ছোঁয়া দেওয়ার একটি ছোট্ট একটা প্রচেষ্টা। এই পরীক্ষার মাধ্যমে তারকাদের স্বর ব্যবহার করে কোম্পানি সাধারণ মানুষ, অর্থাৎ ব্যবহারকারীদের সঙ্গে একটি সংযোগ তৈরি করার চেষ্টা করছে। প্রিয় নায়িকা সঙ্গে ইচ্ছে হলেই কথা বলতে পারবেন অনুরাগীরা, এটা কী অনুরাগীদের জন্য যথেষ্ট আনন্দের খবর নয়?
১২ অক্টোবর অর্থাৎ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে দীপিকা পাড়ুকোনks ভারত সরকারের পক্ষ থেকে প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসাবে নিযুক্ত করা হয়েছে। অভিনেত্রী গত এক দশক ধরে তাঁর লিভ লাভ লাভ ফাউন্ডেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা ছড়াচ্ছেন এবং এই বিষয়ে খোলামেলা কথা বলছেন। ভারত সরকার থেকে দীপিকা পাড়ুকোনকে এমন সম্মান দেওয়া তাঁর জন্য কোনও সাফল্যের চেয়ে কম নয়। তবে আগামীকে শাহরুখ খানের ছবিতে দেখা যাবে দীপিকাকে।
View this post on Instagram






















