Deepika FIFA World Cup: প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন দীপিকা
Deepika Padukone in FIFA World Cup: ইতিহাস গড়লেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন বলিউড ডিভা।
দোহা: ইতিহাস গড়লেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের উপর থেকে পর্দা সরালেন বলিউড ডিভা। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।ফিফা বিশ্বকাপ ফাইনালের দিন বড় ভূমিকা নেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করলেন তিনি।
প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করলেন দীপিকা
সাদা শার্টের সঙ্গে ব্রাউন ওভারকোর্ট পরে একগাল হাসি নিয়ে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করেন দীপিকা পাড়ুকোন।ফিফা বিশ্বকাপ ২০২২-র ট্রফির প্রথম ঝলক দেখা গেল দীপিকা পাড়ুকোন-র হাত ধরেই। আচমকাই ক্যামেরায় স্বপ্নের সেই কাপের পাশে দেখা মিলল 'পাঠান' অভিনেত্রীর। আর্জেন্তিনা ও ফ্রান্সের মহাযুদ্ধের আগে, ফিফা বিশ্বকাপ ২০২২-র ট্রফির পাশে দাঁড়িয়ে দীপিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল সেই ছবি। আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হতেই সোশ্যালে শুভেচ্ছার বন্যা। ভারতীয় ক্রীড়া জগত তো বটেই, পাশাপাশি রাজনৈতিক জগত-সহ সিনে নক্ষত্ররা অভিনন্দন জানালেন আর্জেন্তিনাকে। উল্লেখ্য, রবিবার মধ্যরাতে অনেকেই খেলা শেষে আনন্দে রাস্তায় বেরিয়েছেন। জাঁকিয়ে শীতকে বুড়ো আঙুল জানিয়েই আতসবাজি ফাটিয়েছেন। প্রথম ভারতীয় হিসেবে দীপিকার বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে স্বাভাবিকভাবেই বাড়তি উত্তেজনা, উচ্ছ্বাসে ভেসেছে বলিউড ডিভার ভক্তরা। নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছেন, 'এই ম্যাচ বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্তিনাকে অভিনন্দন। গোটা টুর্নামেন্টেই ভাল খেলেছে ওরা। আর্জেন্তিনা ও মেসির লক্ষ লক্ষ ভারতীয় সমর্থক এই অসাধারণ জয়ে উৎসব করছেন'।
আরও পড়ুন, মোদি-সচিন-শাহরুখ, মেসিদের জয়ে উচ্ছ্বসিত ভারতের রাজনীতি থেকে বিনোদন জগত
উচ্ছ্বাসে ফেটে পড়ল টলি-বলি
অপরদিকে, গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি (Lionel Messi), তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। শুধু আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের জন্য নয়, লিওনেস মেসির জন্য। যে মানুষটার সঙ্গে হাজার হাজার মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, তার হাতে বিশ্বকাপ দেখে আবেগ সামলাতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড তারকারাও। মেসির হাতে আঁকা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) মেসির বিশ্বকাপে প্রথম চুম্বনের ছবি শেয়ার করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) লিখেছেন, 'সেরা হামি'।