Deepika Padukone: মাতৃত্বকালীন ছুটির দরুণ 'কল্কি'-র সিক্যুয়াল থেকে বাদ যেতে পারেন দীপিকা?
Deepika Padukone News: 'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প
![Deepika Padukone: মাতৃত্বকালীন ছুটির দরুণ 'কল্কি'-র সিক্যুয়াল থেকে বাদ যেতে পারেন দীপিকা? Deepika Padukone may opted out from Kalki 2898 AD due to her maternity leave Entertainment News Bollywood Deepika Padukone: মাতৃত্বকালীন ছুটির দরুণ 'কল্কি'-র সিক্যুয়াল থেকে বাদ যেতে পারেন দীপিকা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/d9a35c6c568e23b1a75c14141b497ad8173250034716649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আপাতত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এখন ছোট্ট দুয়াকে ঘিরেই তাঁর জীবন কাটছে। আর সেই কারণেই কী 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD)-র সিক্যুয়াল থেকে বাদ যেতে চলেছেন তিনি? ইতিমধ্যেই নাকি শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। তবে এখনই ফ্লোরে ফিরছেন না দীপিকা। শোনা যাচ্ছে, মেয়ে একটু বড় হয়ে গেলে তবেই ফ্লোরে ফিরতে পারবেন তিনি। আর সেই কারণেই কী কল্কির সিক্যুয়াল থেকে বাদ পড়তে চলেছেন তিনি?
'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। তবে কি সিক্যুয়ালে দেখা যাবে না এমন একটা গুরুত্বপূর্ণ চরিত্রকে? সদ্য ছবির প্রযোজক এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, 'কল্কি'-র সিক্যুয়ালের গল্প দিপীকাকে ছাড়া সম্ভব নয়। ইতিমধ্যেই ছবির ৩০ থেকে ৩৫ ভাগ শ্যুটিং হয়ে গিয়েছে। এই পার্টের বেশ কিছুটা অংশে দেখা যাবে দীপিকাকে। তবে তিনি ছাড়াও ছবির অন্যান্য দিক থাকবে। আপাতত দীপিকাকে বাদ রেখেই ছবির কাজ চলছে। দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরলে তাঁর অংশের শ্যুটিং হবে, এমনটাই জানিয়েছেন প্রযোজক।
কিছুদিন আগেই বিবাহবার্ষিকী গিয়েছে দীপিকার। স্ত্রীকে বিয়ের জন্মদিনে ভারি মিষ্টি করেই শুভেচ্ছা জানিয়েছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় দীপিকার অদেখা ছবি শেয়ার করে রণবীর লিখেছেন, 'প্রত্যেকটা দিনই স্ত্রীকে ভালবাসার দিন। প্রশংসা করার দিন। তবে আজকের দিনটা শুধু আমার। শুভ বিবাহবার্ষিকী দিপীকা। তোমায় ভালবাসি।' সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রণবীর। তার প্রথমটি ভিডিও, সেখানে দেখা যাচ্ছে, বিখ্যাত সেই গালে টোল পড়া হাসিতে মাতাচ্ছেন দীপিকা। হেসে কার্যত লাল হয়ে যাচ্ছেন তিনি। অন্যান্য ছবিগুলি একা দীপিকারই। কোনোটা সফরের তো কোনোটায় খাবার খাচ্ছেন। কখনও আবার একেবারে মেকআপ ছাড়া বসে রয়েছেন বাড়িতে। এমন করেই দীপিকার একগুচ্ছ অদেখা ছবি শেয়ার করে নিয়েছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় দীপিকাও বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন রণবীরকে।
আরও পড়ুন: Salman Khan: থানায় বসে অভব্য আচরণ? পুরনো ভিডিওর প্রসঙ্গ উঠতেই সলমন বললেন, 'নিজেরই খারাপ লাগে..'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)