Salman Khan: থানায় বসে অভব্য আচরণ? পুরনো ভিডিওর প্রসঙ্গ উঠতেই সলমন বললেন, 'নিজেরই খারাপ লাগে..'
Salman Khan News: সম্প্রতি 'বিগ বস ১৮'-র মঞ্চ থেকে সলমন কথা তোলেন তাঁর পুরনো ভিডিও নিয়ে।
কলকাতা: সদ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সলমন খানের (Salman Khan) একটি পুরনো ভিডিও তার তাই থেকেই ভাইজানকে ঘিরে ফের শুরু বিতর্ক। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, সলমন খান নাকি থানায় বসেছিলেন অভদ্রভাবে। পায়ের ওপর পা তুলে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই দুষছিলেন সলমনকে। তবে এবার, মাত্র একটা উত্তর দিয়েই মন জয় করে নিলেন সলমন। 'বিগ বস ১৮'-র মঞ্চ থেকে পুরনো সেই ভাইরাল ভিডিওর প্রসঙ্গ টেনে উত্তর দিলেন সলমন।
সম্প্রতি 'বিগ বস ১৮'-র মঞ্চ থেকে সলমন কথা তোলেন তাঁর পুরনো ভিডিও নিয়ে। সলমনের কথায়, 'যোধপুরের থানায় যে ভিডিয়ো আপনারা দেখছেন, তাতে অনেকের মনে হয়েছে আমি হয়তো খুব বেশি অসভ্যতা করেছি। কিন্তু যে খানে আমি কোনও ভুল করিনি সেখানে আমি ভয় পাব কেন? আমার অভ্যাস পা তুলে বসা। সেটাকে আমি চেয়েও বদলাতে পারিনি। তবে অনেকেরই মনে হয়েছে আমি অভব্যতা করেছি। আমি যখন বর্তমান সময়ে দাঁড়িয়ে ভিডিওটা দেখি, আমারও খারাপ লাগে। মনে হয়, কী করে ফেলেছি আমি এটা! লজ্জা হয়।'
আর সলমনের এই ভুল স্বীকার করে নেওয়ার স্বভাবকেই সাধুবাদ দিয়েছে নেটদুনিয়া। অনেকেই বলেছেন, আসল মানুষ তাঁরাই যাঁরা ভুল করে ভুল স্বীকার করতে ভয় পায় না। অনেকেই আবার সাধুবাদ জানিয়েছেন সলমনকে এভাবে, একটি অনুষ্ঠানের সর্বজনীন মঞ্চে দাঁড়িয়ে ভুল স্বীকার করার ক্ষমতাকে।
অন্যদিকে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বারে বারে মৃত্যুর হুমকি পাচ্ছেন সলমন। সেখানে তাঁকে বলা হয়েছে, ক্ষমা চাওয়াই হল একমাত্র উপায়। তবে সলমন খান বরাবরই বলে এসেছেন যে তিনি গুলিটা চালাননি। এর ফলে প্রশ্ন আসে, গুলিটা কী তবে অন্যকেউ চালিয়েছিলেন? তাঁকে দেখতে পেয়েছিলেন সলমন? তাহলে তিনি তাঁকে রক্ষা করছেন কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা।
View this post on Instagram
আরও পড়ুন: Dev-Soumitrisha: নতুন ওয়েব সিরিজের জন্য শুভেচ্ছা পাঠালেন দেব, আপ্লুত সৌমিতৃষা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।