এশিয়ার সেরা যৌন-আবেদনময়ী মহিলার তকমা দীপিকা পাড়ুকোনকে
লন্ডন: এশিয়ার সেরা যৌন-আবেদনময়ী মহিলার তকমা পেলেন বলিউড তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি, সেরা ৫০ যৌন আবেদনময়ী অভিনেত্রী নির্বাচন করতে একটি সমীক্ষা চালায় ইংল্যান্ডের একটি সাপ্তাহিক পত্রিকা। সেই তালিকায় শীর্ষস্থান পেয়েছেন ‘পদ্মাবত’ ও ‘বাজিরাও মস্তানি’ অভিনেত্রী। চলতি বছর দীপিকার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। দুটি বড় বাজেটের ছবি ছাড়াও, সম্প্রতি রিয়েল লাইফেও সহ-অভিনেতা রণবীর সিংহের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। পাশাপাশি, কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটেও হেঁটেছেন তিনি। পত্রিকার সম্পাদকীয়তে দীপিকার সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বলা হয়েছে, অবিসংবাদিতভাবে এই মুহূর্তে বলিউডের সেরা অভিনেত্রী হলেন দীপিকা। তিনি শুধুমাত্র সুন্দরী নন, তাঁর হৃদয়ও বিরাট মাপের। এমন উচ্চতায় পৌঁছেও দীপিকা যেভাবে নিজের পা মাটিতেই রেখেছেন, তা সত্যিই অভাবনীয়। গতবছর এই তালিকার শীর্ষে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এবছর তিনি দ্বিতীয় স্থান দখল করেছেন। আগামীকাল সরকারিভাবে এই তালিকা প্রকাশ করা হবে।