Deepika Padukone: সবচেয়ে বেশি পারিশ্রমিক পান,তবু কাজের ক্ষেত্রে দীপিকা জোর দেন অন্য একটি বিষয়ের ওপর!
Deepika Padukone highest paid Actress: দীপিকা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান মানসিক শান্তির ওপর। চিরকালই দীপিকা মানসিক শান্তি নিয়ে, মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলায় বিশ্বাসী।

কলকাতা: একটা সময় এমন ছিল, যখন নায়ক আর নায়িকাদের পারিশ্রমিকের মধ্যে ফারাক থাকত বিস্তর। কিন্তু বর্তমানে সেই সময় গিয়েছে। বর্তমানে অনেক নায়িকাই নায়কদের থেকে বেশি পারিশ্রমিক পান। তার মধ্যে এক নম্বর হলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হিসেব বলছে, তিনিই নাকি বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা। তবে এই বিষয়ে নাকি কথা বলতে চান না দীপিকা। তাঁর কথায়, আর কয়েক বছর পরে এই বিষয় নিয়ে কেউ কথাই বলবে না। তার থেকেও বেশি তিনি গুরুত্ব দিতে চান একটি বিষয়ে। সেটা কী?
দীপিকা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান মানসিক শান্তির ওপর। চিরকালই দীপিকা মানসিক শান্তি নিয়ে, মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলায় বিশ্বাসী। তাঁর মতে, শুধু বলিউড কেন? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য ভীষণভাবে অবহেলিত হয়। এর কারণ হল কোথাও কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন না। তাঁর পরিবার অতি পরিচিত হলেও, বলিউডের সঙ্গে কোনও যোগ ছিল না। প্রকাশ পাড়ুকোন ছিলেন প্রথিতযশা ব্যাডমিন্টন তারকা। তাঁরই মেয়ে হিসেবে দীপিকাও প্রথম জীবনে ভেবেছিলেন ব্যাডমিন্টনই তাঁর পেশা হবে। সেই মতো তিনি খেলাও শিখেছিলেন। তবে দীপিকার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। গ্ল্যামার দুনিয়া। দীপিকা কখনোই নাকি পারিশ্রমিকের পিছনে ছোটেননি। তিনি কেবল নিজের কাজটা করে গিয়েছেন মন দিয়ে। সেই কারণেই তিনি মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দিতে চান। পারিশ্রমিক নিয়ে কথা বলতে চান না।
দীপিকা এই মঞ্চে দাঁড়িয়েই বলেছেন, ছোটবেলা থেকেই তাঁর খেলাধুলোয় আগ্রহ ছিল বেশি। বাবা নামকরা খেলোয়াড়। দীপিকাও খুব ভাল ব্যাডমিন্টন খেলতেন। কিন্তু ধীরে ধীরে দীপিকা বুঝতে পারেন, তাঁর মডেলিংয়ের দিকে বেশি আগ্রহ। সেই কারণে খুব অল্প বয়স থেকেই তিনি শুরু করেন মডেলিং। তারপরে তিনি পা রাখেন অভিনয়ে। প্রথম ছবিতেই শাহরুখ খানের (Shah Rukh Khan) -এর বিপরীতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
তবে প্রথমের দিকে ধুমকেতুর গতিতে তাঁর উত্থান হলেও একটা সময়ে দীপিকার হাতে কাজ ছিল না। একটা সময়ে কেবলমাত্র আইটেম সং-এই দেখা যেত তাঁকে। সেই সময়ের কথা তুলে ধরে দীপিকা বলেন, তিনি কেবলমাত্র কাজ করতে থাকছিলেন। ২০১৪ সাল পর্যন্ত তিনি কোনও বিশ্রাম নেননি। তিনি একের পর এক কাজ করে যেতেন, ছোট বড় যাই হোক না কেন। এরপরে হঠাৎ তিনি একদিন অজ্ঞান হয়ে পড়ে যান। সেই সময়ে তাঁর মা প্রথম বুঝতে পারেন, দীপিকা অবসাদে ভুগছেন। সেই সময়ে দীপিকার এমন ধারণা আসত যে তিনি নিজের জীবন শেষ করে ফেলবেন। আত্মহত্যার কথা মাথায় আসত। তবে সেই সমস্ত কিছু কাটিয়ে উঠেছেন দীপিকা।
আরও পড়ুন: Vijay-Tamannaah: দুই প্রান্তে দুজন, বিচ্ছেদের পরে কীভাবে সময় কাটাচ্ছেন তমন্না-বিজয়?






















