Deepika Padukone: দীপিকার 'দায়বদ্ধতা' নিয়ে প্রশ্ন, কল্কি সিনেমা থেকে বাদ পড়লেন তারকা অভিনেত্রী
Kalki 2898: 'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প।

নয়াদিল্লি: বহুদিন ধরেই 'কল্কি ২৮৯৮'-র প্রিকুয়্যেলে তিনি থাকবেন কি না, সেই নিয়ে চর্চা চলছিল। অবশেষে কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেলল ছবির প্রযোজক সংস্থা। বৃহস্পতিবার সরকারিভাবে সিনেমার প্রযোজক সংস্থা বিজয়ন্তির তরফে জানিয়ে দেওয়া হল দীপিকা পাড়কোন (Deepika Padukone) সিনেমাটির প্রিক্যুয়েলে থাকছেন। তাঁর 'দায়বদ্ধতা' নিয়ে কার্যত প্রশ্ন তুলেই দীপিকাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
সিনেমাটির প্রযোজক সংস্থার তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্য়মে জানানো হয়, 'সরকারিভাবে জানানো হচ্ছে যে দীপিকা পাড়ুকোন আসন্ন কল্কি ২৮৯৮-র প্রিক্য়ুয়েলে থাকবেন না। অনেক ভাবনাচিন্তার পর আমরা সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘ সময় ধরে একসঙ্গে মিলে আমরা প্রথম সিনেমাটি তৈরি করলেও কোনওভাবেই আর এই পার্টনারশিপটা এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না। কল্কি ২৮৯৮-র মতো একটা সিনেমায় দায়বদ্ধতার পাশাপাশি আরও অনেক কিছুর প্রয়োজন হয়। আমরা ওঁকে ওঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই।'
@deepikapadukone is out from #Kalki2 #Prabhas #vyjanthimovies pic.twitter.com/mPdn62RU2e
— Siva Kalyan (@TheSivaKalyan) September 18, 2025
'কল্কি ২৮৯৮ এডি'-তে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকাকে। তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির গল্প। তাঁর সন্তানকে বাঁচানো নিয়েই এগিয়েছে গল্প। গত বছর ছবির প্রযোজক জল্পনার মাঝেই জানিয়েছিলেন দীপিকাকে ছাড়া এই সিনেমা করা অসম্ভব। তবে পরিস্থিতি বদলেছে। দীপিকা বিতর্কেও জড়িয়েছেন। জুন মাসে এক সূত্র মারফত দাবি করা হয় সিনেমার সেটে সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে তিনি ঝামেলায়ও জড়িয়েছেন। যদিও সেই রিপোর্ট তখন ভুল বলেই জানানো হয়েছিল। তবে সেই ঘটনার পর মাস দুঁয়েক কাটতে না কাটতেই এই ঘোষণা করা হল।
প্রসঙ্গত, চলতি বছরে বারংবার বিতর্কে দীপিকার নাম জড়িয়েছে। তিনি চলতি বছরে মতপার্থক্যের জেরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'স্পিরিট' ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা। এবার কাল্কি ছবিও তাঁর হাতছাড়া হল। কিন্তু এর কারণ কী? দিনকয়েক আগেই নিজেদের প্রথম সন্তান দোয়াকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন জুটি। তিনি নিজেই নিজের সন্তানকে বড় করতে আগ্রহী। দোয়াই তাঁর প্রথম দায়িত্ব। মায়ের ভূমিকা পালনে অধিক আগ্রহী থাকায় দীপিকা ছবির শ্যুটিং করতে পারছিলেন না। বছরের শুরুতে শ্যুটিং শুরু করার কথা থাকলেও, তা সম্ভবপর হয়নি। ক্রমশই এমনভাবে শ্যুটিংয়ের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় প্রযোজকরা কার্যত বাধ্য হয়েই দীপিকাকে কল্কির পরবর্তী ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।






















