এক্সপ্লোর
Advertisement
প্রভাসের সঙ্গে জুটি, এই প্রথমবার, কী বলছেন দীপিকা?
কেরিয়ারের শুরুতে কন্নড় ছবি করেছিলেন দীপিকা। তবে তারপর সে ভাবে কোনও বিগ ব্যানার দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাঁকে।
মুম্বই: একদিকে দক্ষিণের বক্সঅফিস কাঁপানো তারকা। অন্যদিকে দীপিকা জাদু। বড় ঘোষণা রবিবাসরীয় সকালে। জুটি বাঁধতে চলেছেন দুই সুপারস্টার।
প্রভাস-দীপিকাকে জুটি বাঁধতে দেখা যাবে একটি সায়েন্স ফিকশন ছবিতে। তেলুগু প্রোডাকশন হাউস বৈজয়ন্তী ফিল্মস ঘোষণা করার পর রিট্যুইট করেন দীপিকা। সংস্থার সুবর্ণ জয়ন্তীতে এই সুখবর দিয়েছে তারা।
কেরিয়ারের শুরুতে কন্নড় ছবি করেছিলেন দীপিকা। তবে তারপর সে ভাবে কোনও বিগ ব্যানার দক্ষিণী ছবিতে দেখা যায়নি তাঁকে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই দীপিকা-ভক্তদের মধ্যে ছড়িয়েছে উত্তেজনা।
পরে একটি ট্যুইটে দীপিকা নিজেই জানান, তামিল, তেলুগু ও হিন্দিতে তৈরি হবে ছবিটি। এই ছবিতে দীপিকা-প্রভাসকে একসঙ্গে দেখতে আগ্রহী সারা দেশের মানুষই।
Beyond Thrilled!Cannot wait for what we believe is going to be an incredible journey ahead...❤️❤️❤️#DeepikaPrabhas@nagashwin7 @VyjayanthiFilms #Prabhas https://t.co/ckUu3vjadu
— Deepika Padukone (@deepikapadukone) July 19, 2020
ট্যুইটারে খবরটি শেয়ার করে দীপিকা লেখেন, ‘বিয়ন্ড থ্রিলড! যা ভেবেছিলাম, তার চেয়েও বড়সড় কিছু হতে চলেছে এই জার্নি। আর অপেক্ষা করতে পারছি না।’
এই ছবিটি প্রভাসের ২১ তম ছবি হতে চলেছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। তাঁর কথায়, ‘দীপিকাকে যে চরিত্রে দেখা যাবে, তেমন চরিত্রে কোনও মূল ধারার ছবির প্রথম সারির নায়িকাকে সচরাচর দেখা যায় না। প্রভাস আর দীপিকাকে কেন্দ্র করেই হয়ত ছবির কাহিনি আবর্তিত হবে।’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement