Deepika-PV Sindhu Pics: পিভি সিন্ধুর সঙ্গে নৈশভোজে দীপিকা, রণবীর, সাদা আউটফিটে নজরকাড়া ২ কন্যা
Deepika-PV Sindhu Pics: তিনজনকেই একসঙ্গে একটি রেস্টুরেস্টে দেখা গেল। দীপিকা ও সিন্ধু ২ জনেই সাদা রংয়ের পোশাক পরেছিলেন। রণবীর যদিও পরে তাঁদের সঙ্গে যোগ দেন।
মুম্বই: বাবা প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার। এই খেলাটার প্রতি আলাদা একটা টান তো থাকবেই। এবার দিপীকা পাড়ুকোনকে দেখা গেল পিভি সিন্ধুর সঙ্গে। ছিলেন দীপিকার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিংহও। তিনজনকেই একসঙ্গে একটি রেস্টুরেস্টে দেখা গেল। দীপিকা ও সিন্ধু ২ জনেই সাদা রংয়ের পোশাক পরেছিলেন। রণবীর যদিও পরে তাঁদের সঙ্গে যোগ দেন। তিন তারকার একসঙ্গে ছবি ক্যামেরাবন্দি হয় মুহূর্তের মধ্যেই।
একটি ভিডিও শেয়ার করা হয়েছে। শেয়ার করেছেন বারিন্দর চাওলা বলে এক পাপারাজ্জি। সেই ভিডিওতে শোনা যায় যে ফটোগ্রাফাররা দীপিকার একক ছবি নিতে চেয়েছিলেন। সেই সময় বলি কুইন বলেন যে, 'আমার নয়, এঁনার একক ছবি নিন আপনারা।' রেস্টুরেন্টে যখন এই ত্রয়ী ঢুকছিলেন তখনও ফটোগ্রাফারদের ক্যামেরাবন্দি হয়েছেন।
ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাড়ুকোনের মেয়ে দীপিকা। ছোটবেলায় নিজেও ব্যাডমিন্টন খেলতেন তিনি। কিন্তু পরবর্তীতে মুম্বইয়ে পাড়ি দেন মডেলিংয়ের জন্য। অন্যদিকে পিভি সিন্ধু ভারতের তারকা মহিলা ব্যাডমিন্টন প্লেয়ার। রিও অলিম্পিক্সের পর টোকিও অলিম্পিক্সেও পদক জিতেছেন। যদিও রিওতে রুপো জিতেছিলেন কিন্তু টোকিওতে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে সিন্ধুকে। তবে টানা ২টো অলিম্পিক্সে পদক জিতে নজির গড়েছেন এই হায়দরাবাদি শাটলার।
টোকিও থেকে ফেরার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আইসক্রিস খাওয়ার কথা ছিল। সেই কথা দিয়েছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি। কথা দিয়ে কথা রেখেছিলেন তিনি। নিজেই সিন্ধুর সঙ্গে আইসক্রিম খেলেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছিল যে সিন্ধুর সঙ্গে একই টেবিলে আইসক্রিস খাচ্ছেন প্রধানমন্ত্রী। টোকিও থেকে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন টোকিও অলিম্পিক্সে অংশ নেওয়া অ্যাথলিটরা। সেখানেই পিভি সিন্ধুর সঙ্গে কথা বলতে দেখা গেল মোদিকে।
টোকিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জিতেছেন সিন্ধু। অলিম্পিক্সে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল সিন্ধুর। নিজের প্রিয় খাবার আইসক্রিস, সেদিনই জানিয়েছিলেন মোদিকে। এরপরই প্রধানমন্ত্রী কথা দেন যে অলিম্পিক্স থেকে ফিরে আসার পর তিনি তরুণী এই শাটলারের সঙ্গে আইসক্রিস খাবেন। এমনকী সিন্ধু রিওর মতো টোকিওতেও সাফল্য পাবেন বলে জানিয়েছিলেন মোদি। এরপরই নিজের দেওয়া কথা রেখেছিলেন প্রধানমন্ত্রী।