এক্সপ্লোর
দীপিকা প্রিয়ঙ্কার উল্লেখ করলেন ‘লোকজন’ বলে, অনুরাগীরা ক্ষুব্ধ

বলিউডের পাশাপাশি হলিউডেও জমি শক্ত করেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।এজন্য তাঁর রোজগারও যে বেড়েছে, তা বলাই বাহুল্য। গত ২০১৬-১৭ অর্থবর্ষে তাঁর আয় ১০ মিলিয়ন ডলার।অর্থাত্ ৬৪ কোটি টাকা। কিন্তু এরপরও আয়ের নিরিখে দীপিকা পাড়ুকোনের চেয়ে পিছিয়ে রয়েছেন তিনি। উল্লেখিত সময়ে দীপিকার আয় ছিল ১১ মিলিয়ন ডলার।
মুম্বই: কদিন আগে শেষ হয়েছে কান চলচ্চিত্র উৎসব। দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়া দুজনেই সেখানে গিয়েছিলেন যথেষ্ট সাজুগুজু করে। মুখে তাঁরা বলে থাকেন, তাঁদের মাখামাখি বন্ধুত্ব, এত ভাব আর কারও সঙ্গে নেই। কিন্তু পিছনে যে ছুরি শানানো থাকে, তার প্রমাণ মিলল হাতে নাতে। শোনা যাচ্ছে, বাজিরাও মস্তানি করার সময় থেকেই দুজনের এই এত ভাব ভালবাসার দফারফা হয়েছে। তার ওপর প্রিয়ঙ্কা কোয়ান্টিকো সিরিজের মুখ্য চরিত্র পাওয়ার পর থেকে দীপিকা তাঁর সঙ্গে তাল রাখতে মরিয়া হয়ে উঠেছেন। দুজনেই হলিউডি ছবিতে কাজ করেছেন, ডিজাইনার পোশাক পরে নানা ফাংশন টাংশনে যাচ্ছেন, টিভি শো-তেও নিয়মিত দেখা যাচ্ছে। এবার কান চলচ্চিত্র উৎসবের সময় এক সাক্ষাৎকারে দীপিকাকে প্রশ্ন করা হয় প্রিয়ঙ্কা সম্পর্কে। দেখা যায়, প্রিয়ঙ্কা নামটাও উল্লেখ করলেন না দীপিকা। বললেন, হ্যাঁ, লোকজনের সঙ্গে কাজ করতে ভালই লাগে। আপনি নিজে যেভাবে ভাবছেন, সেভাবে অন্য যারা দেখে তাদের সঙ্গে কাজ করা সব সময় মজার। [embed] ক্ষুব্ধ প্রিয়ঙ্কা অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে ট্রোল করা শুরু করেন। প্রশ্ন করেন, নিজের সহকর্মীর নাম করে দুটো প্রশংসা করলে মহাভারতটা ঠিক কোথায় অশুদ্ধ হয়ে যেত। দীপিকা অবশ্য এসবের কোনও উত্তর দেননি। প্রিয়ঙ্কাও নিশ্চুপ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















