এক্সপ্লোর
Advertisement
মিমে দীপিকার পোশাকের সঙ্গে তুলনা ঘর মোছার সরঞ্জামের! ইনস্টাগ্রামে শেয়ার করলেন নিজেই
অন্যদিকে রণবীরের ঝুঁটির সঙ্গে তুলনা হয়েছে হলিউডি অ্যানিমেটেড ক্যারেক্টার অ্যাগনেসের। ইনস্টা স্টোরিতে এই মিমটি শেয়ার করে দীপিকা কী লিখেছেন, জেনে নিন।
মুম্বই: পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে বলিউডি নায়কদের মধ্যে বরাবরই এগিয়ে রণবীর সিং। অনেক সমালোচনার শিকার হলেও কুছ পরোয়া নেহি। অ্যাওয়ার্ড সেরিমনির মঞ্চে স্কার্ট জাতীয় পোশাক পরেও সকলকে চমকে দিয়ে ছিলেন শিম্বার নায়ক। এবার পোশাক নিয়ে এক্সপেরিমেন্টে তাঁর সঙ্গে তাল মেলালেন ঘরণী দীপিকাও। আইফার আসরে একদিকে ঝুঁটি বাঁধা রণবীর, পাশে অদ্ভুত বেগুনী রঙের পোশাক পরিহিতা দীপিকা। নেটিজেনরাও ছেড়ে কথা বলার নয়। সুযোগ বুঝে দীপ-বীরকে ট্রোল করেছেন দেদার। বেরিয়েছে মিমও। এবার সেই মিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দীপিকা নিজেই। বিষয়টিকে যে তিনি নিছক মজা হিসেবেই যে দেখেন, বুঝিয়ে দিলেন। ওই মিমে দীপিকার লুকের তুলনা হয়েছে ঘর মোছার সরঞ্জামের সঙ্গে!! একটুও রেগে না গিয়ে, মিমটি নিয়ে তাঁর মন্তব্য, তুলনাটা বেশ কাছাকাছি।
দেখুন সেই পোস্ট।
অন্যদিকে রণবীরের ঝুঁটির সঙ্গে তুলনা হয়েছে হলিউডি অ্যানিমেটেড ক্যারেক্টার অ্যাগনেসের। ইনস্টা স্টোরিতে এই মিমটি শেয়ার করে দীপিকা লিখেছেন, রণবীর বা "ডেসপিকেবল মি"-র অ্যাগনেসের থেকে কেই বা পোনিটেল ভালো ক্যারি করতে পারে?
নিজের প্রশ্নের উত্তর আবার নিজেই দিয়েছেন দীপিকা। "আমি"।
দেখুন সেই পোস্ট।
এর আগে একবার রণবীর তাঁর নিজের পোশাকের সঙ্গে একটি টয়লেট ক্লিনারের বোতলের রংমিলান্তির মিম শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কর্তা-গিন্নি দুজনেই যে এই ব্যাপারে বেশ স্পোর্টিং বুঝিয়ে দিয়েছেন বারবার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement