এক্সপ্লোর
আমিরের সিনেমার ট্রেলার একসঙ্গে দেখলেন বলিউডের এই তারকারা! নিমেষে ভাইরাল ছবি

মুম্বই: বি টাউনের এমন একটি ছবি সামনে এল যা কয়েকটি কারণের জন্য কয়েক মিনিটের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল। বলিউডের বেশ কয়েকজন প্রথমসারির তারকাদের একসঙ্গে দেখা গিয়েছে। কেউ ভাবতেই পারেন, এতে আর এমন কী আছে! কারণ, তাঁদের তো বিভিন্ন পার্টি বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। কিন্তু আসল কথাটা হল, ছবিতে যে তারকাদের দেখা গিয়েছে, তাঁদের এক ফ্রেমে আনতে পারাটা কর্ণ জোহরের পক্ষেই সম্ভব।
ছবিতে সুপারস্টার শাহরুখ খান ও আমির খানকে কর্ণ জোহরের সঙ্গে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ছবিতে দীপিকা পাড়ুকোনও রণবীরের কপূরের মধ্যে একটা বিশেষ বন্ডিং চোখে পড়ছে। রয়েছেন রণবীর কপূরের গার্লফ্রেন্ড আলিয়া ভট্টও। দীপিকার বয়ফ্রেন্ড রণবীর সিংহকেও নিজস্ব হাসিখুশি ভঙ্গিতে দেখা যাচ্ছে। ছবির সবচেয়ে আকর্ষণ হল, এই তারকাদের একসঙ্গে থাকাটা। কিন্তু সবচেয়ে নজর কেড়েছে দীপিকা ও রণবীর কপূরের কেমিস্ট্রি। রণবীর কপূরের একপাশে দীপিকা, অন্যপাশে রণবীর সিংহ। দীপিকা ও রণবীর কপূরের মাঝে দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণবীর কপূর। আলিয়াকে শাহরুখ ও আমিরের মাঝে বসে পোজ দিতে দেখা গিয়েছে। ছবি থেকে পরিষ্কার যে, দীপিকা ও রণবীর কপূরের মধ্যে বেশ বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। জানা গেছে, আমির খানের সঙ্গে ওই তারকা ‘ঠগস অফ হিন্দোস্তান’ সিনেমার ট্রেলার দেখেছেন। রণবীর সিংহকে তাঁর আগামী সিনেমা ‘সিম্বা’-র লুকে দেখা গিয়েছে।View this post on Instagram
এই ছবি কর্ণ জোহর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন- ‘এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্লকবাস্টার!!!’ সেই সঙ্গে কর্ণ বলেছেন, রণবীর সিংহ ও আলিয়া ভট্টকে ‘গলি বয়’ সিনেমায় দেখা যাবে। এই সিনেমার শ্যুটিং সম্পূর্ণ হয়েছে। এই জুটিকে জোহরের আগামী সিনেমা ‘তখত’-এও দেখা যাবে। আলিয়াকে খুব শীঘ্রই জোহরের ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় রণবীর কপূরের সঙ্গে দেখা যাবে। ‘পদ্মাবত’-এর পর দীপিকার কোনও নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে এ ব্যাপারে খুব শীঘ্রই ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে জল্পনা চলছে যে, দীপিকা ও রণবীর সিংহ এ বছরের নভেম্বরে বিয়ে করতে পারেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























