এক্সপ্লোর
Advertisement
দেখুন! এই অভিনেত্রীকে বিয়েতে নেমন্তন্ন করবেন না দীপিকা
মুম্বই: নেহা ধুপিয়ার টিভি শো-তে গিয়ে বেশ কয়েকটি বোমা ফাটিয়েছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংহকে বলিউডের বেস্ট কিসারের তকমা দিয়েছেন, করেছেন একের পর এক বিতর্কিত মন্তব্য। তার মধ্যে একটি হল, এই অভিনেত্রীকে তিনি নিজের বিয়েয় কক্ষণও নেমন্তন্ন করবেন না।
দীপিকার সঙ্গে ছিলেন তাঁর বোন পেশাদার গলফার আনিশা। দুই বোন ক্যামেরার সামনেই নানা বিষয়ে তুমুল হাসাহাসি করেন, আনিশা তো এমনও বলে দেন, যে দীপিকার ৪ বছর আগেই এনগেজমেন্ট হয়ে গিয়েছে। কিন্তু এরপর দীপিকা যা বলেন, তার কাছে এ কিছুই না।
সে ইট অর স্ট্রিপ ইট বিভাগে নেহা দীপিকাকে প্রশ্ন করেন, ক্যাটরিনা কাইফকে নিজের বিয়েতে নিমন্ত্রণ করবেন কিনা তিনি। জবাবে দীপিকা এক কথায় বলে দেন, না।
রণবীর কপূরকে নিয়ে দীপিকা-ক্যাটরিনার অশান্তির খবর অবশ্য নতুন কিছু নয়। ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্ক ভেঙে গেলেও প্রাক্তন প্রেমিকা দীপিকার সঙ্গে কপূর তনয়ের ঘনিষ্ঠতা ক্যাটরিনার মোটেও পছন্দ ছিল না। বিশেষ করে তামাসা ছবির শ্যুটিংয়ের সময় এ নিয়ে তুমুল অশান্তি হয়। দীপিকার বর্তমান প্রেমিক রণবীর সিংহও ক্যাটের সঙ্গে ছবির অফার ফিরিয়ে দিয়েছেন বলে খবর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement