এক্সপ্লোর
Advertisement
দুদিনের বিয়ে, কোন দিন কি পোশাক পরছেন দীপিকা-রণবীর জানেন?
আর মাত্র কয়েক ঘণ্টা। আগামীকালই বিয়ে করতে চলেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ। ইতালির লেক কোমোতে বসছে এই জুটির বিয়ের আসর। এরমধ্যেই ভিলা দেল ব্যালবিয়ানেলোর ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে চলছে জোরকদমে প্রস্তুতিও। বিয়ে সংক্রান্ত নানা অনুষ্ঠান সেখানেও শুরু হয়ে গিয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে উড়ে গিয়েছেন বিশিষ্ট ৪০ জন অতিথি। সূত্রের খবর, দীপিকা-রণবীরের সঙ্গীত অনুষ্ঠানে গাইবেন গায়িকা হর্ষদিপ কৌর। এছাড়াও একদল মিউজিশিয়ান উড়ে গিয়েছেন ইতালি।
এরমধ্যেই দীপভীরের বিবাহবাসরের খুঁটিনাঁটি, বিয়ের মেনু, সি-প্লেনে চেপে বর আসার খবর চাউর হয়েছে। এবার প্রকাশ্যে এল দীপিকার বিয়ের পোশাক। দুদিনের বিয়ে। একদিন হবে কোঙ্কনি রীতি মেনে, আরেক দিন হবে সিন্ধ্রি নিয়মে। জানা গিয়েছে, একদিন লাল এবং অন্য দিন সাদা-সোনালি সব্যসাচীর পোশাক পরবেন দীপিকা।
কোঙ্কনি বিয়ের দিন দীপিকা পরবেন সাদা-সোনালি জোরির শাড়ি। সিন্ধ্রি বিয়ের দিন পরবেন লাল লহেঙ্গা। রণবীরকে দেখা যাবে কাঞ্জিভরম শেরওয়ানিতে। সেই শেরওয়ানিতে থাকবে ভারী কাজ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement