'তোমার প্রেমে বেড়ে উঠি,' অনুভব শুক্লর জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী রুবিনা দিলায়েকের
'বিগ বস ১৪' বিজয়ী রুবিনা দিলায়েক, এদিন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনবের অদেখা ছবি পোস্ট করে লেখেন, 'তুমি ভদ্রতার আসল সংজ্ঞা প্রকাশ করেছ।'
!['তোমার প্রেমে বেড়ে উঠি,' অনুভব শুক্লর জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী রুবিনা দিলায়েকের Defined The True Meaning Of Gentleman Rubina’s Heartfelt Birthday Wish For ‘Sunshine’ Abhinav Shukla 'তোমার প্রেমে বেড়ে উঠি,' অনুভব শুক্লর জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী রুবিনা দিলায়েকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/ffdcc019cef0f7938db0af8443d19952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর, 'খতরো কে খিলাড়ি ১১'-এর প্রতিযোগী অভিনব শুক্লর জন্মদিন। আর স্বামীর এমন বিশেষ দিনে স্ত্রী পোস্ট করলেন অভিনবের কিছু অদেখা ছবি। সেই সঙ্গে ক্যাপশনে লিখলেন আবেগঘন পোস্ট।
'বিগ বস ১৪' বিজয়ী রুবিনা দিলায়েক, এদিন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনবের অদেখা ছবি পোস্ট করে লেখেন, 'তুমি ভদ্রতার আসল সংজ্ঞা প্রকাশ করেছ। তোমার জীবনে শেখার ইচ্ছে, সাধারণভাবে তোমার জীবনযাপনের ধরন, ভালবাসার মানুষদের সুরক্ষিত রাখা, অন্যদের সাহায্য করা এবং এত কিছু যে প্রত্যেকবারই আমি নতুন তোমাকে দেখতে পাই, আমি বারবার তোমার প্রেমে বড় হয়ে উঠি (পড়ি না)।'
তিনি আরও লেখেন, ''তুমি' হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এই 'তুমি'-কে বছরের একটা দিন নয়, প্রত্যেকদিন উদযাপন করা যায়। শুভ জন্মদিন আমার সানশাইন।'
View this post on Instagram
View this post on Instagram
অন্যদিকে নিজের জন্মদিনের আগেই স্ত্রী রুবিনার সঙ্গে একটি পোস্ট শেয়ার করেন অভিনব। সঙ্গে লেখেন, 'লাফাচ্ছি কারণ আমার জন্মদিন আর ওঁর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)