Dev-Rukmini: 'ম্যাডামকে খুশি রাখতে কী কী করতে হয়'! কেন বললেন দেব?
Dev-Rukmini Post: এদিনের পোস্টে মজার কমেন্টও করেন দেব। লেখেন, 'ম্যাডামকে খুশি রাখতে আমাদের কী কী না করতে হয়।' অবশ্য তাতে উত্তর দিতে ছাড়েননি 'ম্যাডাম' রুক্মিণী। লিখলেন, 'কারণ আমি তার যোগ্য।'
কলকাতা: যাঁরা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় তাঁরা নিশ্চয়ই সদ্য ভাইরাল (viral) হওয়া এক এক্সারসাইজের (exercise) ভিডিও দেখেছেন। এবার সেই স্টান্টে মজলেন দেব (Dev) ও রুক্মিণী (Rukmini Maitra)। শরীরচর্চায় মন দিলেন। রয়েছে বিশেষ এক কারণও।
দেব-রুক্মিণীর শরীরচর্চা
শনিবার সকালের দিকে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সেখানে দেখা গেল ইনস্টাগ্রামের ট্রেন্ডিং শরীরচর্চায় মত্ত তিনি, সঙ্গী তারকা অভিনেতা দেব।
ক্যাপশনে লিখলেন, 'মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য ফিটেস্ট অফ দেম অল!' সঙ্গে জানালেন 'ডান্স ডান্স জুনিয়র তৃতীয় সিজন'-এর (Dance Dance Junior Season 3) জন্যই নাকি প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
এদিনের পোস্টে মজার কমেন্টও করেন দেব। লেখেন, 'ম্যাডামকে খুশি রাখতে আমাদের কী কী না করতে হয়।' অবশ্য তাতে উত্তর দিতে ছাড়েননি 'ম্যাডাম' রুক্মিণী। লিখলেন, 'কারণ আমি তার যোগ্য।'
View this post on Instagram
দুই তারকার এই দুর্দান্ত যুগলবন্দিতে কমেন্টের বন্যা। প্রসঙ্গত, এই বিশেষ শরীরচর্চা বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি, একাধিক তারকাও এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন ও ভিডিও পোস্ট করেছেন।
আরও পড়ুন: Vivek Agnihotri New Film: 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালকের আগামী ছবিতে এবার গল্প দেখবেন দর্শকেরা?