Dev on Byomkesh: দেব থেকে ব্যোমকেশ হয়ে ওঠার গল্প, সোশ্যাল মিডিয়ায় সফরের ছবি শেয়ার করলেন অভিনেতা
Dev on Byomkesh Film: এই ভিডিওতে দেবকে বলতে শোনা গেল, গোটা টিম কীভাবে চেষ্টা করছেন তাঁদের সাজিয়ে তোলার জন্য। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দেব অভিনীত এই ছবির টিজার
কলকাতা: ১১ অগাস্ট বড়পর্দায় ব্যোমকেশের ভূমিকায় প্রথমবার দেব-কে দেখার অপেক্ষায় দর্শক। ভাল হোক বা মন্দ, দেবকে ঠিক কেমন লাগে ব্যোমকেশের ভূমিকায়, কতটাই বা ক্ষুরধার হয় তাঁর অভিনয়, সেই নিয়ে অপেক্ষা বাড়ছেই। তবে কেমন ছিল, দেবকে ব্যোমকেশ সাজিয়ে তোলার প্রথম দিনটা? সোশ্যাল মিডিয়ায় 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র লুকসেটের ঝলক শেয়ার করে নিয়েছেন অভিনেতা।
শুধু ব্যোমকেশ নয়, লুকসেটের ঝলকে দেখা মিলল রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-রও। অজিত ও সত্যবতীর লুক কেমনভাবে তৈরি হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় দেখা গেল সেই ঝলকও। বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র গোটা টিমের সঙ্গে ছিলেন সোমনাথ কুণ্ডু ও তাঁর রূপটান শিল্পীদের টিমও।
এই ভিডিওতে দেবকে বলতে শোনা গেল, গোটা টিম কীভাবে চেষ্টা করছেন তাঁদের সাজিয়ে তোলার জন্য। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দেব অভিনীত এই ছবির টিজার। দর্শকদের মধ্যে এই টিজার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে ব্যোমকেশের এই ছবি কতটা পছন্দ হবে দর্শকদের, তার উত্তর দেবে সময়।
এর আগে সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের টুকরো টুকরো ঘটনা শেয়ার করে নিয়েছিলেন। মধ্যপ্রদেশের গড় কুণ্ডার দূর্গকে প্রথমেই পছন্দ হয়ে গিয়েছিল টিম ব্যোমকেশের। কিন্তু সেই দুর্গে শ্যুটিং করা ততটা সহজ ছিল না। দেব বলছেন, '২০০ থেকে ২৫০টা সিঁড়ি ভেঙে রোজ দুর্গে উঠতে হত। ব্যাপারটা অভিনেতা অভিনেত্রীদের কাছে যতটা কঠিন ছিল, তার চেয়ে আরও কঠিন ছিল শ্যুটিংয়ের অন্যান্য কর্মীদের জন্য। ভারি ভারি জিনিস নিয়ে অতগুলো সিঁড়ি বেয়ে ওঠা সহজ ছিল না ক্রু-দের জন্য। এই গোটা আউটডোর শ্যুটিংটা ছিল ভীষণ কষ্টসাধ্য। তবে পরিচালক ও চিত্রগ্রাহকের ভীষণ ভাল বোঝাপড়া। আমাদের বিন্দুমাত্র অসুবিধা হয়নি কাজ করতে।'
এখানেই থামেননি দেব, বললেন, 'শ্যুটিং যতই কষ্টসাধ্য হোক না কেন, ফোর্টটা অসাধারণ সুন্দর। অনেকদিন পরে বাংলা ছবিতে মানুষ এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন।' দেব শেয়ার করে নিয়েছেন টুকরো টুকরো শ্যুটিংয়ের ছবিও। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার পিছনের বিভিন্ন দৃশ্য। অবশ্যই নজর কেড়েছে ফোর্টের সৌন্দর্য্য।
View this post on Instagram
আরও পড়ুন: Vivek Oberoi: আর্থিক প্রতারণার শিকার অভিনেতা বিবেক ওবেরয়, থানায় অভিযোগ দায়ের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial